Tollywood Actress: ছোটপর্দায় জনপ্রিয়, সদ্য পা রেখেছেন বড়পর্দায়, এই নায়িকাকে চিনতে পারছেন?
Tollywood Actress Childhood Photo: সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন টলিউডের এক নায়িকা। এ ছবি তাঁর নিজেরই। এক্কেবারে ছোটবেলার। আর এই ছবি দেখে, তাঁকে ভালবাসায় ভরিয়েছেন অন্যান্য নায়িকারাও।
![Tollywood Actress: ছোটপর্দায় জনপ্রিয়, সদ্য পা রেখেছেন বড়পর্দায়, এই নায়িকাকে চিনতে পারছেন? Actress Shruti Das shares her childhood photo on social media know in details Tollywood Actress: ছোটপর্দায় জনপ্রিয়, সদ্য পা রেখেছেন বড়পর্দায়, এই নায়িকাকে চিনতে পারছেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/213a5f41610ec398a4a93eedb095e9bd171076420445849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিছানায় বসে রয়েছে একরত্তি শিশু। তার গলায় হার, বড় বড় চোখে যেন উপচে পড়ছে হাসি। দাঁত ওঠেনি, ঠোঁটেই খেলে যাচ্ছে নির্মল হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন টলিউডের এক নায়িকা। এ ছবি তাঁর নিজেরই। এক্কেবারে ছোটবেলার। আর এই ছবি দেখে, তাঁকে ভালবাসায় ভরিয়েছেন অন্যান্য নায়িকারাও। আপনি এই নায়িকাকে দেখে চিনতে পারছেন কি?
সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, 'একে আমি পেলে চটকে খেয়ে ফেলতাম।' এই ছবির কমেন্টবক্সে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) একটি ভালবাসার ইমোজি দিয়েছেন। ভালবাসা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য সহ অভিনেতা-অভিনেত্রীরাও। আপনি এই অভিনেত্রীকে চিনতে পারছেন কি? তাঁর ছোটবেলার মুখের সঙ্গে কিন্তু মিল রয়েছে বর্তমানের। এই নায়িকা সদ্য অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর ছবিতে। ইতি শ্রুতি দাস (Shruti Das)।
শ্রুতি ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। 'ত্রিনয়নী' (Trinoyoni) ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। এরপরে একাধিক ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করে মনজয় করে নিয়েছেন তিনি। শুধু ধারাবাহিক নয়, তাঁর ব্যক্তিগত জীবন জড়িয়ে গিয়েছে পর্দার সঙ্গেই। ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে অভিনয়ের সময় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কের শুরু হয় তাঁর। ২০২৩ সালের শেষের দিকে আইনি বিবাহ সারেন স্বর্ণেন্দু ও শ্রুতি।
সদ্য শেষ হয়েছে শ্রুতির ধারাবাহিক। এরপরে শ্রুতি প্রথমবার কাজ করেছেন বড়পর্দায়। শিবপ্রসাদ মখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'আমার বস' (Amar Boss)-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শ্রুতি। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাখী গুলজার। দীর্ঘদিন পরে এই ছবির হাত ধরেই বাংলায় ফিরেছেন রাখী গুলজার। বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেয়ে যারপরনাই খুশি শ্রুতি।
View this post on Instagram
আরও পড়ুন: New Bengali Film: খেয়ালী, দেবদূত, বিশ্বনাথের নতুন ছবি 'মেসবাড়ি' বলবে বর্তমান সমাজের গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)