(Source: ECI/ABP News/ABP Majha)
Bollywood Actress: 'তেরে নাম' ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার, সলমনের হাত ধরে ভাগ্য বদল, চেনেন এই বলিউড অভিনেত্রীকে?
Salman Khan Actress: বলিউডে নতুন অভিনেতা বা অভিনেত্রীদের লঞ্চ করার ক্ষেত্রে সলমন খানের অবদানের কথা সকলের জানা। ভাগ্যশ্রী, স্নেহা উল্লাল, জরিন খান, সোনাক্ষী সিংহ্... তালিকা বেশ দীর্ঘ।
নয়াদিল্লি: বলিউডে নতুন অভিনেতা বা অভিনেত্রীদের লঞ্চ করার ক্ষেত্রে সলমন খানের (Salman Khan) অবদানের কথা সকলের জানা (New Face Launch)। ভাগ্যশ্রী, স্নেহা উল্লাল, জরিন খান, সোনাক্ষী সিংহ্... তালিকা দীর্ঘ। ইন্ডাস্ট্রিতে পরে বড় নাম হয়ে উঠেছেন এমন অসংখ্য তারকাই এই ফিল্ম দুনিয়ায় পা রেখেছেন ভাইজানের হাত ধরে। তেমনই এক মডেল বলিউডে (Bollywood) পা রেখেছিলেন সলমনের হাত ধরে, আপাতত এখন তিনি বেছে চলেছেন। কে তিনি?
সলমনের হাত ধরে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে, ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে অভিনেত্রী, কে তিনি?
২০১৪ সালে মুক্তি পায় 'জয় হো'। সলমন খা অভিনীত সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। তাঁর বিপরীতে ছিলেন ডেইজি শাহ্। ডেবিউ ছবি, যার হাত ধরে সাফল্য লাভ করেন তিনি রাতারাতি।
ডেইজি এরপর কেবল হিন্দি ছবিতেই নয়, কাজ করেছেন কন্নড় ও গুজরাতি ছবিতেও। মুম্বইয়ে বড় হয়ে ওঠেন নায়িকা, এবং তাঁর অন্যতম পছন্দের বিষয় হচ্ছে 'নাচ'। নাচের প্রতি ভালবাসা থেকেই ডেইজি পৌঁছেছিলেন বলিউডের সেটে, কাজ করেছেন 'এক্সট্রা' হিসেবে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি জানান, যে তাঁর কো-অর্ডিনেটর জানতেন যে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, ফলে তাঁকে নিজের দলে নিয়ে নেন।
বলিউডের তারকা কোরিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী হিসেবে 'জমীন' ও 'খাকী' ছবিতে কাজ করেছেন ডেইজি। এছাড়া 'তেরে নাম' ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পর্দায় দেখা মিলেছে তাঁর। মডেলিং, ফটোশ্যুট ও প্রিন্টের নানা বিজ্ঞাপনে কাজ করেছেন ডেইজি। ২০১০ সালে শোনা যায় কন্নড় ছবি 'চিঙ্গারি'র হাত ধরে অভিনয় জগতে ডেবিউ করবেন তিনি কিন্তু পরে তাঁকে সরিয়ে সেই ছবিতে সুযোগ পান দীপিকা কামিয়া। 'খুদা কসম' ছবিতে নীলি লুগাড়ির একটি স্পেশাল ডান্স নাম্বারে কাজ করেছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Rajinikanth Health Update: হাসপাতাল থেকে ছুটি পেলেন 'থালাইভা' রজনীকান্ত, কেমন আছেন এখন?
২০১১ সালে ডেইজি তাঁর প্রথম কন্নড় ছবি করেন, নাম 'ভদ্র'। তাঁকে ২০১৫ সালে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে 'হেট স্টোরি ৩'-তেও দেখা যায়। এরপর ২০১৮ সালে 'রেস ৩' ছবিতেও কাজ করেন। 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৩' রিয়েলিটি শোয়ে তাঁকে অংশ নিতে দেখা যায়। ডেইজি শাহকে শেষ দেখা যায় অনুরাগ হায়দারের মিউজিক 'খুদা কে বন্দে', সিদ্ধার্থ গুপ্তর বিপরীতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।