এক্সপ্লোর
Advertisement
জন্মদিনে প্রকাশ্যে নীল তৃণার বাগদানের ভিডিও
রূপকথার মত প্রেম, আর খুশিতে মোড়া বাগদানের অনুষ্ঠান। জন্মদিনে এনগেজমেন্ট অনুষ্ঠানের এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। কখনও গোলাপি আবার কখনও গাঢ় নীল, বলি নায়িকাদের সঙ্গে পাল্লা নাচ করতে দেখা গেল তৃণাকে। শুধুকে তৃণা, তাঁকে কড়া টক্কর দিলেন সেই সন্ধের নায়ক নীল ভট্টাচার্যও।
কলকাতা: রূপকথার মত প্রেম, আর খুশিতে মোড়া বাগদানের অনুষ্ঠান। জন্মদিনে এনগেজমেন্ট অনুষ্ঠানের এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। কখনও গোলাপি আবার কখনও গাঢ় নীল, বলি নায়িকাদের সঙ্গে পাল্লা নাচ করতে দেখা গেল তৃণাকে। শুধুকে তৃণা, তাঁকে কড়া টক্কর দিলেন সেই সন্ধের নায়ক নীল ভট্টাচার্যও।
২০২০ সালেই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ‘কৃষ্ণকলি’র নিখিল মানে নীল এবং ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন অর্থাৎ তৃণা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি আপলোড করেছেন দুই তারকা। কিছুদিন আগে কাপল ফটোশুট সেরেছিলেন। আবার কৃষ্ণকলির সেটে পেটপুরে আইবুড়ো ভাতও খেয়ে ফেলেছেন নীল। ৪ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হচ্ছে টেলিপাড়ার এই দুই তারকার। রিসেপশন হবে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’তে।
নীল-তৃণার এনগেজমেন্টে আয়োজন করা হয়েছিল সঙ্গীতেরও। একেবারে ফিল্মি কায়দায় আকাশে উড়ে আসে বাগদানের আংটি। সেই আংটিই একে অপরের হাতে পরিয়ে নীল তৃণা বাঁধা পড়লেন। বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে নাচ করতেও দেখা গেল এই জুটিকে। উপস্থিত ছিলেন টলিপাড়ার আরও চেনা মুখও। সোহিনী সরকারকেও দেখা গেল ভিডিওতে।
সকালে গোলাপি পোশাকে সেজেছিলেন তৃণা। গাঢ় গোলাপি পোশাক পড়েছিলেন নীলও। নতুন জুটির পোশাকের সঙ্গে মানানসই সাদা গোলাপি ফুলে সেজে উঠেছিল অনুষ্ঠানের সেট। কিন্তু সন্ধ্যে নামতেই অন্য রূপে ধরা দিলেন নীল-তৃণা। গাঢ় নীল লেহঙ্গায় তাক লাগালেন তৃণা। নীলের গায়েও একই রঙের পোশাক। সঙ্গীতের গানের তালে বন্ধুদের সঙ্গে জমিয়ে দিলেন সন্ধ্যা। মঞ্চে নীল তৃণার থেকে তখন চোখ ফেরানো কঠিন।
হাতে আর একটা মাসও নেই। আগামী ৪ ফেব্রুয়ারি ‘লাভ অব লাইফ’ নীল ভট্টাচার্যের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন তৃণা। কিন্তু শ্যুটের ব্যস্ততায় বিয়ের প্রস্তুতিই অর্ধেক সেরে উঠতে পারেননি হবু কনে। শুধু জানেন, লাল বেনারসি ছাড়া বিয়ের পিঁড়িতে বসবেন না তিনি। তাই গুনগুনের মত লেহঙ্গায় নয়, একদম সাবেকি বাঙালি সাজে বরের গলায় মালা দিতে চান তৃণা। বিশেষ দিনে নীলকেও কম্বিনেশন ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল জন্মদিন ছিল তৃণার। ১২টা বাজতে না বাজতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও পোস্ট করে নিজের লাভ অফ লাইফকে জন্মদিনের শুভেচ্ছা জানান নীল। নিজের জন্মদিনে কালো পোশাকে ছবিও শেয়ার করেছেন তৃণা। ক্যাপশানে লিখেছেন, ' আমার বয়স বাড়ছে না, আমি কেবল আরও ভালো হচ্ছি।'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement