Adipurush: 'আদিপুরুষ'-এ ব্যবহার করা হয়েছে খারাপ মানের গ্রাফিক্স, টিজার দেখে মন্তব্য নেটিজেনদের
Adipurush Teaser: আজ 'আদিপুরুষ'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছবির গ্রাফিক্স বা ভিএফএক্সের (VFX) কাজ নিয়ে।
মুম্বই: রামের বেশে প্রভাস (Prabhas), নজর কাড়ল সেফ আলি খান (Saif Ali Khan)-এর লুকও। মুক্তি পেল ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' ছবির টিজার। এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস (Prabhas)। জানকির ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে। লঙ্গেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিংহ (Sunny Singh)।
আজ 'আদিপুরুষ'-এর টিজারে প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছবির গ্রাফিক্স বা ভিএফএক্সের (VFX) কাজ নিয়ে। অনেকের মতেই, ভিএফএক্সের কাজ নিয়ে মানুষের অনেক আশা ছিল। যেখানে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে রামায়ণের মতো লার্জার দ্যান লাইফ গল্পকে, সেখানে গ্রাফিক্সের কাজ হওয়া উচিত ছিল আরও ক্ষুরধার। কিন্তু সেটা করে এই ছবিতে গ্রাফিক্সে তেমন নজর দেওয়া হয়নি বলেই অভিযোগ। তবে গোটা ছবি দেখলেই মিলবে উত্তর।
আরও পড়ুন: Sidhu moose wala: পুলিশি হেফাজত থেকে পলাতক সিধু মুসেওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত দীপক টিনু
অন্যদিকে এই ছবিতে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন কৃতি শ্যানন ও প্রভাস। বলিউডের হাওয়ায় এই খবর থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। আগামীতে 'আদিপুরুষ' ছবিতে দেখা যাবে কৃতি ও প্রভাসকে। সদ্য শেষ হয়েছে সেই ছবি শ্যুটিং। আর শ্যুটিং ফ্লোরেই নাকি একে অপরের সঙ্গে গল্পে বেশ স্বচ্ছন্দ ছিলেন প্রভাস ও কৃতি। তবে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কৃতি ও প্রভাসের মধ্যে কোনও রকম প্রেমের সম্পর্ক নেই। তবে একে অপরের প্রতি অনুভূতি রয়েছে দুই তারকারই। কিন্তু সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না নায়ক নায়িকা। নিজেদের যথেষ্ট সময় দিতে চান তাঁরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি মুখ খুলেছিলেন প্রভাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। সেখানে কৃতি বলেছিলেন, 'প্রভাসের চোখে অদ্ভুত একটা সারল্য রয়েছে। ও যখন অভিনয় করে, ক্যামেরার দিকে তাকায়, তখন যেন চোখ দিয়েই অভিনয় করে দেয় সবটা। আমার মনে হয় প্রভাসকে এই চরিত্রটায় নেওয়া হয়েছে ওর সারল্যের জন্যই। ভীষণ ভালো কাজ করেছে প্রভাস।'
View this post on Instagram