CID Update: প্রদ্যুমনের মৃত্যুর পরে 'সিআইডি'-তে নতুন চমক! বিয়ে হবে অভিজিৎ ও তারিকার?
CID Updates: অভিজিৎ ও তারিকার বিয়ে সিআইডি-তে দেখানো হয়নি। কেবলমাত্র তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্কের কথাই দেখানো হয়েছিল।

কলকাতা: এসিপি প্রদ্যুমনের মৃত্যু ঘিরে এখন বারে বারেই শিরোনামে উঠে এসেছে সিআইডি (CID)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক সাধারণ মানুষকে আনন্দ দিয়ে এসেছে। 'সিআইডি' ২০১৮ সালে বন্ধ হয়ে গিয়েছিল। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ফের শুরু হয়েছে 'সিআইডি'। আর এবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অভিজিৎ ও তারিকার বিয়ের ভিডিও। 'সিআইডি' যাঁরা দেখেন, তাঁরা প্রত্যেকেই জানেন, ওখানে দেখানো হয়েছে, সিআইডি অফিসার অভিজিৎ ও ফরেন্সিক এক্সপার্ট ডঃ তারিকার মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে।
তবে অভিজিৎ ও তারিকার বিয়ে সিআইডি-তে দেখানো হয়নি। কেবলমাত্র তাঁদের মধ্যে একটা প্রেমের সম্পর্কের কথাই দেখানো হয়েছিল। তবে এবার অনুরাগীরা মনে করছেন যে, দ্বিতীয় সিজনে বিয়ে দেখানো হবে অভিজিৎ ও তারিকার। এবার তাঁদের প্রেম পরিণতি পাবে। সদ্য দেখা যাওয়া একটি ভাইরাল ভিডিওতে এসিপি প্রদ্যুমনকে বলতে শোনা যাচ্ছে, 'অভিজিৎ তোমাকে তারিকার সঙ্গে বিয়ে করতেই হবে'। অভিজিৎ রীতিমতো তোতলাতে তোতলাতে বলছেন, 'না না স্যার, এটা সম্ভব না। আমি তো মজা করছিলাম।' এসিপি তখন কড়াভাবে বলছেন, 'না তোমায় বিয়ে করতেই হবে।' তখন অভিজিৎ বলছেন যে, 'ঠিক আছে স্যার, আপনি যখন জোর করছেন, তাহলে তাই হবে।'
আর এই ভিডিও বাইরে আসার পরেই অনেকে মনে করছেন, তাহলে হয়তো এই সিজনে অভিজিৎ ও তারিকার বিয়ে দেখানো হবে। এই বিয়ে দেখার জন্য সিআইডি অনুরাগীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। তবে অনুরাগীদের এখনও অনেকদিনই অপেক্ষা করতে হবে কারণ সিআইডি ২ -তে এখনও তারিকাকে দেখানো হয়নি।
View this post on Instagram
প্রসঙ্গত, এই ভিডিওটি সিআইডির প্রথম সিজনের। এটি দেখে মানুষ মনে করছেন যে দ্বিতীয় সিজনে দুজনের বিয়ে হবে। তারা ভিডিওতে কমেন্টও করছে। একজন লিখেছেন- আর তারপর স্বপ্ন ভেঙে গেল। একজন লিখেছে- দুজনের কী বিয়ে হতে চলেছে? তারিকার চরিত্রে শ্রদ্ধা মুসলে অভিনয় করেছিলেন। সিআইডি ২-তে এখনও পর্যন্ত তারিকার প্রবেশ হয়নি। নির্মাতারা নতুন সিজনে পুরোনো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কিছু নতুন চরিত্রও নিয়ে এসেছে। ভক্তরা তারিকার ফিরে আসার অপেক্ষা করছে।






















