এক্সপ্লোর
বলিউড ছেড়েছেন, এবার কি জায়রা ওয়াসিমকে দেখা যাবে বিগ বস-এ?
বলিউড ছাড়ার কথা জানালেও জায়রা নাকি এই রিয়্যালিটি শোতে যোগ দিতে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন।
![বলিউড ছেড়েছেন, এবার কি জায়রা ওয়াসিমকে দেখা যাবে বিগ বস-এ? After QUITTING Bollywood, Zaira Wasim To PARTICIPATE In Salman Khan's Bigg Boss 13? বলিউড ছেড়েছেন, এবার কি জায়রা ওয়াসিমকে দেখা যাবে বিগ বস-এ?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/06102728/Zaira-Wasim-site.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা ঘোষণা করেছেন সুপারহিট ছবি দঙ্গল-এর অভিনেত্রী জায়রা ওয়াসিম। তবে শোনা যাচ্ছে, সলমন খান সঞ্চালিত টেলিভিশন শো বিগ বস-এ দেখা যেতে পারে তাঁকে।
দিন কয়েক আগে ১৮ বছরের জায়রা সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে দাবি করেন, সিনেমা তাঁকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল, ইমানের পথ থেকে সরিয়ে নিচ্ছিল। তাই বলিউড ছাড়ছেন তিনি। এ নিয়ে বলিউডে রীতিমত হইচই পড়ে যায়। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি উঠলেও জায়রা স্পষ্ট জানিয়ে দেন, নিজেই ওই পোস্ট করেছেন, সব কিছু জেনে বুঝে। কিন্তু এবার শোনা যাচ্ছে, বিগ বস শোতে অংশ নিতে আমন্ত্রণ করা হয়েছে তাঁকে। বলিউড ছাড়ার কথা জানালেও জায়রা নাকি এই রিয়্যালিটি শোতে যোগ দিতে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন।
এখন বিগ বস অনুষ্ঠান ও যে চ্যানেলে এই অনুষ্ঠান চলে, উভয়েই বিতর্কিত চরিত্রদের এতে যোগ দেওয়াতে চায়। আর এই মুহূর্তে জায়রাই সব আলোচনার কেন্দ্রে, তাই পত্রপাঠ তাঁকে অনুরোধ করেছে তারা। আর জায়রারও নাকি আপত্তি নেই এতে যোগ দিতে।
সবে দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির শ্যুটিং শেষ করেছেন জায়রা। যদি তিনি বিগ বস-এ যোগ দেন, তবে তাঁর মুখে তাঁর ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা শুনতে লোকের আগ্রহ থাকবে। জানা গিয়েছে সূত্রে। আর যেটা গুরুত্বপূর্ণ হল, জায়রা ধর্মীয় কারণে ছবি করবেন না জানালেও বিগ বস-এ যোগ দিতে নাকি অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন। এর আগে অভিনেত্রী শিল্পা শিন্ডে ভাবীজি ঘর পর হ্যায় সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। তারপর ২০১৭-য় যোগ দেন বিগ বস-এ, চ্যাম্পিয়নও হন। এতে তাঁর ছোট পর্দায় জনপ্রিয়তা এক লাফে বেড়ে যায়।
তাৎপর্যপূর্ণ হল, বলিউড ছাড়লেও বিগ বস-এ যোগ দিলে এর ফলে জায়রার ছোট পর্দায় অভিষেক হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)