'Sanki' Update: বড়পর্দায় অহন শেট্টি ও পূজা হেগড়ে জুটি, শীঘ্রই শুরু হবে 'সনকি'র শ্যুটিং
Ahan-Pooja Movie: সাজিদের 'তড়প' ছবির হাত ধরে ২০২১ সালে বলিউডে ডেবিউ করেন অহন। বিপরীতে অভিনয় করেছিলেন তারা সুতারিয়া। এবার তাঁকে দেখা যাবে পূজা হেগড়ের বিপরীতে।
নয়াদিল্লি: নাম ঘোষণার পর থেকেই চর্চায় 'সনকি' (Sanki)। অহন শেট্টি (Ahan Shetty) ও পূজা হেগড়ের (Pooja Hegde) 'অপ্রত্যাশিত' জুটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) আগামী ৬ জুন থেকে ছবির শ্যুটিং শুরু করবেন বলে খবর। শোনা যাচ্ছে আন্তর্জাতিক কেচা খামপাকড়ির (Kecha Khamphakdee) হাত ধরে এক বিশেষ অ্যাকশন দৃশ্য দিয়ে শ্যুটিং শুরু হবে।
অহন-পূজার 'সনকি'র শ্যুটিং শুরু হতে চলেছে
এই প্রজেক্টের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসে শ্যুটিং শুরু হবে। মিডডে সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, 'মুম্বইয়ে এক সপ্তাহব্যাপী একটি শিডিউল শুরু করতে তৈরি গোটা টিম যেখানে কেচার পরিকল্পিত প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে এবং তারপর গোয়ায় শিডিউল হবে। আশা করা যায় অহন ও পূজার জুটি রুপোলি পর্দায় ঝড় তুলবে, যা ইতিমধ্যেই এই প্রজেক্ট নিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে।' নির্মাতাদের দাবি, 'সনকি'র পৃথিবী বেশ আলাদা হতে চলেছে।
উচ্চমানের থ্রিলার ঘরানার ছবি হবে 'সনকি', এমনই জানানো হয়েছিল নির্মাতাদের তরফে, যা দর্শকদের একইসঙ্গে উপহার দেবে প্রচুর অ্যাকশন। ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার জন্য বিখ্যাত সাজিদ নাদিয়াদওয়ালা, এই ছবির হাল ধরেছেন, ফলে দর্শকের আশাও আকাশ ছোঁয়া। 'সনকি' মুক্তির তারিখ আপাতত ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে ঠিক করা হয়েছে।
সাজিদের 'তড়প' ছবির হাত ধরে ২০২১ সালে বলিউডে ডেবিউ করেন অহন। বিপরীতে অভিনয় করেছিলেন তারা সুতারিয়া। রজত অরোরার লেখা ছবির পরিচালক ছিলেন আদনান এ শেখ ও ইয়াসির ঝা। অন্যদিকে 'সনকি' ছাড়াও সাজিদ নাদিয়াদওয়ালার ঝুলিতে এখন রয়েছে 'হাউজফুল ৫' ছবির কাজও। এই ছবি মুক্তি পেলে, এটিই প্রথম ভারতীয় ফ্র্যাঞ্চাইজি হবে যার পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। ২০১০ সালে 'হাউজফুল' ফ্র্যাঞ্চাইজি শুরু হয়, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল ও বোমন ইরানিদের নিয়ে। এরপরও ছবির প্রত্যেক সিক্যুয়েলে তারকারা অভিনয় করেছেন।
আরও পড়ুন: Bengali Movie: 'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ সম্মানিত খেয়ালি ঘোষ দস্তিদার অভিনীত 'মেসবাড়ি'
এছাড়াও সাজিদ নাদিয়াদওয়ালা 'চন্দু চ্যাম্পিয়ন'কে নিয়ে আসতে চলেছেন যার পরিচালক কবীর খান। ক্রীড়া ব্যাক্তিত্বের অনুপ্রেরণামূলক জীবনের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। কার্তিক আরিয়ানকে চন্দুর চরিত্রে দেখা যাবে। এই প্রথম কবীর খানের পরিচালনায় কাজ করবেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।