এক্সপ্লোর
Advertisement
ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ঐশ্বর্যা রাইয়ের, কী বললেন
অ্যাশ বলেছেন, ‘ আমি আমার অনুরাগীদের চিরন্তন ভালবাসার জন্য কৃতজ্ঞ। যেভাবে ওঁরা আমাদের পাশে থেকেছেন, আলিঙ্গন করেছেন, উৎসাহ দিয়েছেন, সেটা আমার জীবনে একটা বড় আশীর্বাদ।’
মুম্বই: ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেন ২৫ বছর। মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যা রাই বচ্চনের রুপোলি পর্দার সফরটা উত্থান পতনে ভরা। হিট বা ফ্লপ, ছবির বক্সঅফিস রিপোর্ট যাই বলুক না কেন, দর্শক সবসময় তাঁকে ভালবেসেছে। অনুরাগীদের উন্মাদনা সবসময়ই তাঁকে ঘিরে। বলিটাউনে রজতজয়ন্তী পালনের মুহূর্তে, সেই অগণিত অনুরাগীদেরই ধন্যবাদ জানালেন রাইসুন্দরী।
তিনি বলেছেন, ‘ আমি আমার অনুরাগীদের চিরন্তন ভালবাসার জন্য কৃতজ্ঞ। যেভাবে ওঁরা আমাদের পাশে থেকেছেন, আলিঙ্গন করেছেন, উৎসাহ দিয়েছেন, সেটা আমার জীবনে একটা বড় আশীর্বাদ।’
ঐশ্বর্যা বলেন, কেরিয়ারের শুরুতে অনেকে আমাকে প্রশ্ন করতেন, কেন আমি আঞ্চলিক ছবিই করছি? কেন বাছা-বাছা পরিচালকদের সঙ্গেই কাজ করি?
যদিও কয়েকবছরের মধ্যেই বলিউডে ডেবিউ করেন তিনি।
খুব শিগগিরিই মণিরত্নমের ছবিতে কাজ করবেন ঐশ্বর্যা। এর আগে তাঁর নির্দেশনায় ‘ইরুভার’, ‘গুরু’, ‘রাবণ’ ছবিতে কাজ করেছেন তিনি।
শুধু বলিউডে নয়, পশ্চিম দুনিয়াতেও সকলের তারিফ পেয়েছেন মিসেস বচ্চন। ‘পিঙ্ক প্যান্থার’, ‘মিসট্রেস অফ স্পাইসেস’ ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এও দারুণ কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘ম্যালফিসেন্ট’-এ অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠ ডাব করেছেন অ্যাশ।
১৯৯৪ তে মিস ওয়ার্ল্ড খেতাব পান তিনি। তারপরই সকলের অপেক্ষা ছিল, কবে বলিউড অভিষেক হবে তাঁর। প্রথমে তিনি খাতা খোলেন তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে। তারপর বলিউডে কাজ শুরু করেন ‘আউর পেয়ার হো গ্যয়া’ দিয়ে।
তারপর থেকে নানা উত্থান-পতন এসেছে তাঁর কেরিয়ারে। তবু কিছু কিছু ছবি রয়ে গিয়েছে মনের মণিকোঠায়। যেমন ‘গুরু’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘রেনকোট ’, ‘সরবজিত’। এরকম আরও অনেক ভাল ছবির দিকে তাকিয়ে রাইসুন্দরীর ভক্তরা।
View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement