Akshay Kumar: হাজি আলি দরগার সংস্কারের জন্য ১.২১ কোটি টাকা অনুদান অভিনেতা অক্ষয় কুমারের
Akshay Kumar News: বিভিন্ন স্থানে অনুদান এই প্রথম নয় অভিনেতার। এর আগে ২০২০ সালে করোনা অতিমারীর সময়ও অভিনেতা নজরকাড়া পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া অযোধ্যার রামমন্দির নির্মাণের সময়েও অনুদান ছিল অক্ষয়ের।
নয়াদিল্লি: নিজের বাড়ির বাইরে লঙ্গরের আয়োজন করেছিলেন, তার ঠিক একদিন পরই, মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগায় (Haji Ali Dargah) পৌঁছলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই পবিত্র স্থানের রক্ষনাবেক্ষণের জন্য দান করলেন ১.২১ কোটি টাকা। এর আগে তিনি অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) তৈরির জন্যও ৩ কোটি টাকা দান করেছিলেন।
হাজি আলি দরগার সংস্কারে ১.২১ কোটি টাকা অনুদান অক্ষয় কুমারের
নিজের বাড়ির সামনে লঙ্গরের আয়োজন করেন অক্ষয় কুমার। দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করার ঠিক একদিন পরেই পৌঁছলেন মুম্বইয়ের হাজি আলি দরগায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে হাজি আলি দরগা ট্রাস্টের তরফে। অক্ষয় কুমারের দর্শনের ভিডিও পোস্ট করেছেন তাঁরা। দরগার কর্তব্যরত ট্রাস্টির তরফে অভিনেতার প্রয়াত অভিভাবকের উদ্দেশেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অরুণা ভাটিয়া ও হরি ওম ভাটিয়াকে শ্রদ্ধা নিবেদন করা হয় দরগায়।
View this post on Instagram
বিভিন্ন স্থানে অনুদান এই প্রথম নয় অক্ষয় কুমারের। এর আগে ২০২০ সালে করোনা অতিমারীর সময়ও অভিনেতা নজরকাড়া পদক্ষেপ নিয়েছিলেন। ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে ১ কোটি টাকা দান করেছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ারস ফান্ড'-এ দিয়েছিলেন ২৫ কোটি টাকা। সম্প্রতি যখন বাসু ভগনানির প্রযোজনা সংস্থার দিকে আঙুল ওঠে যে একাধিক ছবির সঙ্গে জড়িত কর্মীদের বেতন বাকি রয়েছে, তখনও অক্ষয় নিজের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির পারিশ্রমিক নিতে দেরি করেন যাতে বাকিরা টাকা পেয়ে যান আগে।
আরও পড়ুন: Naga Chaitanya-Sobhita Dhulipala: জল্পনার অবসান, নাগা চৈতন্যের সঙ্গে বাগদান সারলেন শোভিতা ধুলিপালা
কাজের ক্ষেত্রে, অক্ষয় কুমার আপাতত 'খেল খেল মেঁ' (Khel Khel Mein) ছবির প্রচারে ব্যস্ত। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন বাণী কপূর, তাপসী পন্নু, অ্যামি ভার্ক, ফরদিন খান। এটি চলতি বছরে অক্ষয়ের তৃতীয় ছবি হবে, এর আগে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ও 'সরফিরা' মুক্তি পেয়েছে। এই দুই ছবিকেই বক্স অফিসে উঠে দাঁড়াতে বেশ বেগ পেতে হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে অক্ষয় অভিনীত বেশিরভাগ ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, ব্যতিক্রম 'ওহ্ মাই গড ২'। এবার 'খেল খেল মেঁ' কেমন ব্যবসা করে সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।