এক্সপ্লোর
মেয়ের হাত ধরে জলের সন্ধানে অক্ষয় যখন ঢুকে পড়লেন দুই বুড়োবুড়ির কুঁড়েয়
অক্ষয় জানিয়েছেন, তাঁর ছোট্ট মেয়ের কাছে এই সফর সারা জীবনের শিক্ষা হয়ে রইল।

মুম্বই: ছেলেমেয়েদের দেওয়ার জন্য বেশিরভাগ বলিউড তারকার কাছে দামি দামি উপহার আর মহার্ঘ্য বিদেশ সফর ছাড়া কিছু থাকে না। ব্যতিক্রম অক্ষয় কুমার। ৭ বছরের মেয়ে নিতারার হাত ধরে প্রাতঃভ্রমণের ফাঁকে তিনি ঢুকে পড়লেন দুই বুড়োবুড়ির কুঁড়েঘরে। অক্ষয় জানিয়েছেন, তাঁর ছোট্ট মেয়ের কাছে এই সফর সারা জীবনের শিক্ষা হয়ে রইল। অক্ষয় জানিয়েছেন, প্রাতঃভ্রমণের সময় জল খাওয়ার জন্য ওই বুড়োবুড়ির ঝুপড়িতে ঢুকে পড়েন তাঁরা। জল তো মেলেই, তাঁরা খেয়েছেন ঘরে তৈরি গুড় রুটি। একদম উনুনে সেঁকা রুটি, গরম গরম।
অক্ষয়ের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে। অক্ষয়ের হাউসফুল ৪ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে, ইতিমধ্যেই তা ঢুকে গিয়েছে ১০০ কোটির ক্লাবে। এরপর তাঁকে দেখা যাবে লক্ষ্মী বম্ব ও সূর্যবংশী ছবিতে। সূর্যবংশী-তে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর সিংহ, অজয় দেবগণ ও ক্যাটরিনা কাইফ। সামনের বছর ২৭ মার্চ মুক্তি পাবে ছবিটি। আর লক্ষ্মী বম্ব মুক্তি পাওয়ার কথা ৫ জুন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















