এক্সপ্লোর
লন্ডনে একান্তে ডিম্পল-সানি, টুইটারে ট্রোলড হলেন টুইঙ্কল-অক্ষয়
মুম্বই: ২৪ ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডিম্পল কাপাডিয়া-সানি দেওলের একসঙ্গে কাটানো একান্ত মুহূর্তের একটি ভিডিও। সেখানে দুজনকে একে অপরের হাতের ওপর হাত রেখে বসে থাকতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, কানাঘুষোয় অনেক দিনই শোনা গিয়েছে প্রেম করেন ডিম্পল-সানি। তারপরই সামনে আসে একটি ভিডিও।যেখানে লন্ডনের রাস্তায় দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়।
কিন্তু এরপর থেকেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় ডিম্পলের মেয়ে-জামাই টুইঙ্কল খন্না-অক্ষয় কুমারকে। অনেক নেটিজেনরাই মিসেস ফানিবোনসকে (টুইঙ্কল খন্না) প্রশ্ন করেন, তাহলে কী তিনি এবার তাঁর মায়ের লভ লাইফ নিয়ে একটি বই লিখবেন। সমাজের বিভিন্ন প্রচলিত নিয়ম নিয়ে অনেক সময়ই ঠাট্টা তামাশা করতে দেখা যায় টুইঙ্কলকে। এপ্রসঙ্গ তাঁর কী প্রতিক্রিয়া জানতে চেয়েছেন নেটিজেনরা। অনেকে আবার অক্ষয়কে মজা করে বলেছেন, নতুন শ্বশুর পেলেন তিনি। আর একজন নেটিজেন আবার লিখেছেন লন্ডনে হাতে হাত ডিম্পল-সানির, অক্ষয় পেলেন নতুন পা, লোককে খাওয়াবেন কবে ? একসময় শোনা যেত ডিম্পল-সানির সম্পর্কের কথা। এমনকি তাঁরা দীর্ঘ এগারো বছর প্রেমও করেছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। যদিও পূজা দেওলের সঙ্গে গত ৩৩ বছরের বিবাহিত সম্পর্ক সানির। এদিকে ডিম্পল হলেন রাজেশ খন্নার বিধবা স্ত্রী। সানি-ডিম্পল জুটি একসঙ্গে মঞ্জিল মঞ্জিল, গুনহা, আগ কা গোলা, অর্জুন, নরসিংহ-এর মতো একাধিক ছবিতে কাজও করেছেন।Sunny Deol and Dimple Kapadia are enjoying their holidays together. They are looking beautiful couple. pic.twitter.com/XB6yI4t07v
— KRK (@kamaalrkhan) September 27, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement