Alia Bhatt: ছুটির সকালে রোদ মেখে বাথরুমেই ফটোশ্যুট আলিয়ার!
Actress Alia Bhatt: বিশ্রামের পরে সদ্য শরীরচর্চা শুরু করেছেন আলিয়া। এর মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন আলিয়া। কোনও কথা না বললেও রণবীর কপূর ঘরণী আগের মতোই ঝলমলে, তাঁর চোখে মুখে মাতৃত্বের লালিত্য
মুম্বই: সদ্য মা হয়েছেন তিনি। কিছুদিনের বিশ্রাম নিয়ে ফের সাধারণ জীবন যাপনের ছন্দে ফিরছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছুটির সকালে রোদ-মাখা ছবি শেয়ার করে নিলেন নতুন মা।
বিশ্রামের পরে সদ্য শরীরচর্চা শুরু করেছেন আলিয়া। এর মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন আলিয়া। কোনও কথা না বললেও রণবীর কপূর ঘরণী আগের মতোই ঝলমলে, তাঁর চোখে মুখে মাতৃত্বের লালিত্য। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ২টি ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। শীতের আমেজ আর রোদ মেখে আলস্যযাপন করছেন তিনি।
আরও পড়ুন: Anushka Sharma: ৫ বছরের সম্পর্কের কোলাজ, বিয়ের জন্মদিনে দাম্পত্যের অজানা গল্পে অনুষ্কা শর্মা
ক্যাপশানে আলিয়া লিখেছেন, 'রবিবারের সকাল কিছু সুন্দর আলো খুঁজে নেওয়ার, উদ্দেশ্যহীনভাবে বাথরুমে ফটোশ্যুট করার।' আলিয়ার পরণে রাতপোশাক, ছবিতে একেবারে নো মেকআপ লুকে ধরে দিয়েছেন তিনি।'
মা হওয়ার পরে আলিয়া ভট্ট নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তাঁর মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাঁর হাতে একটি কফি মগ রয়েছে। যাতে লেখা রয়েছে 'মা'। ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, 'এটাই আমি'। অভিনেত্রীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। বেশিরভাগ অনুরাগীই তাঁকে তাঁর সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ করেছেন।
View this post on Instagram