Alia Bhatt Ranbir Kapoor Wedding: বিয়ের সাজে রণবীর-আলিয়া, এক্সক্লুসিভ প্রথম ছবি
যে ভিডিও আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিয়ের পর ছাদে কখনও আলিয়ার কাঁধে হাত রেখে কখনও আবার তাঁকে বাহুডোরে নিয়ে ফোটোশ্যুট করছেন রণবীর কপূর।

মুম্বই: বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বিয়েতে দুজনের পরনেই ছিল হালকা রঙের পোশাক। বিয়ে মিটতেই সদ্য বিবাহিতা স্ত্রী আলিয়াকে সঙ্গে নিয়ে বিশেষ ফোটোশ্যুট করলেন রণবীর কপূর। সেই ভিডিও এবং ছবি এক্সক্লুসিভলি এবিপি লাইভের হাতে।
যে ভিডিও আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিয়ের পর ছাদে কখনও আলিয়ার কাঁধে হাত রেখে কখনও আবার তাঁকে বাহুডোরে নিয়ে ফোটোশ্যুট করছেন রণবীর কপূর।

আলিয়া ভট্ট যখন মাত্র ১১ বছর বয়সের ছিলেন, তখন থেকেই রণবীর কপূরের প্রতি তাঁর ভালোলাগা ছিল। জানা যায়, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন অভিনীত 'ব্ল্যাক' ছবিটি যখন তৈরি হচ্ছে, সেই ছবিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন রণবীর কপূর। আর ওই ছবিতেই অডিশন দিতে আসেন আলিয়া। সেই সময় রণবীরকে দেখে ভালোলেগে যায় আলিয়ার। এই ঘটনার বেশ কিছু বছর পর ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় আলিয়া ভট্টের। পরবর্তীকালে 'কফি উইথ করণ'-এ একবার অভিনেত্রী প্রকাশ্যে রণবীর কপূরকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় অভিনেত্রী 'হাইওয়ে' ছবির প্রোমোশনে দেখা যায় রণবীরকে। শোনা যায়, ২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম। আর দুই তারকাকে একসঙ্গে প্রথমবার দেখা যায় সোনম কপূরের রিসেপশনে।
আরও পড়ুন - Alia-Ranbir Wedding Pics: বিয়ে মিটতেই আলিয়াকে কোলে তুলে চললেন রণবীর, মুহূর্তে ভাইরাল ছবি
প্রকাশ্যে একসঙ্গে ধরা দেওয়া পর এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন রণবীর কপূর। এরপর বিভিন্ন অনুষ্ঠানে, দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা পাওয়া যেতে থাকে। কপূর পরিবারের সমস্ত অনুষ্ঠান থেকে ডিনার কিংবা লাঞ্চে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কপূরের জন্মদিনে তাঁরা একসঙ্গে বেড়াতেও যান। বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া ভট্ট তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন।






















