Alia Bhatt: দর্শকদের মতামতের কতটা দাম দেন আলিয়া ভট্ট?
Alia Bhatt Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, রিভিউ তাঁর উপর কী প্রভাব ফেলে।
মুম্বই: চলতি বছরটা অত্যন্ত সাফল্য়ের সঙ্গে কাটছে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt)। তাঁর অভিনীত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'আর আর আর' বক্স অফিসে সাফল্য পেয়েছিল আগেই। আর এখন বক্স অফিসে ঝড় তুলেছে 'ব্রহ্মাস্ত্র'। পর পর তিনটি ছবিই দারুণ ব্যবসা করেছে। পাশাপাশি ছবি তিনটিতেই প্রসংসিত হয়েছেন আলিয়া ভট্ট। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চলতি বছরটা একটু বেশিই স্পেশাল অভিনেত্রীর কাছে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর এই বছরই রণবীর কপূরের সঙ্গে তিনি বিবাহিত জীবন শুরু করেছেন। আর বিয়ের মাস দুয়েকের মধ্যেই তিনি জানিয়েদেন যে, তিনি মা হতে চলেছেন। রণবীর এবং তাঁর সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, রিভিউ তাঁর উপর কী প্রভাব ফেলে।
দর্শকদের রিভিউ কী প্রভাব ফেলে আলিয়া ভট্টের উপর?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট বলেন, 'আমি রিভিউ পড়ি না। রিভিউ ভালো হলেও পড়ি না, রিভিউ খারাপ হলেও পড়ি না। কখনও কখনও আমাকে পাঠানো হেডলাইনগুলি পড়ি। জানি না কেন, প্রথম ছবির সময় থেকেই আমি বুঝতে পারি, কোন ছবিটা চলছে, আর কোনটা চলছে না। আমি বহু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাই। তবে, তা সাক্ষাতে। যখন অনেক মানুষের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়, তখন তাঁদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই। এমন নয় যে, আমার রিভিউ পড়ার কথা নয় মনে করে পড়ি না। আমি এসব নিয়ে আলোচনা করাই পছন্দ করি না।'
আরও পড়ুন - Uorfi Javed: সিম কার্ড দিয়ে তৈরি পোশাক পরলেন উরফি জাভেদ, ছবি ভাইরাল মুহূর্তে
আলিয়া আরও বলেন, 'কর্ণ (করণ জোহর) রিভিউ পড়তে খুব পছন্দ করে। ও মনে করে রিভিউ বা মতামত থেকে অনেক কিছু জানা যায়। মাটিতে কান থাকলেই ফিডব্যাক পাওয়া যায়। প্রতিটা ছবি থেকেই ফিডব্যাক পাওয়ার চেষ্টা করি আমি। বুঝতে পারি কোনটা ভালো ব্যবসা করছে আর কোনটা করছে না।' আলিয়া ভট্টকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। তাঁর হাতে রয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন রণবীর সিংহের সঙ্গে। এছাড়াও 'জি লে জারা' ছবিতে তাঁকে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের সঙ্গে। এর পাশাপাশি তাঁর হলিউড ছবিও আসতে চলেছে। চলতি বছরই তিনি প্রথম হলিউড ছবির কাজ করেছেন।