Alia Bhatt: মা হওয়ার পর প্রথমবার মুখ দেখালেন! এ কেমন দেখতে লাগছে আলিয়াকে?
এবার প্রকাশ্যে এলেন আলিয়া। কিন্তু এলেন ভার্চুয়ালি। মা হওয়ার পর প্রথমবার মুখ দেখালেন।
মুম্বই: জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। চলতি বছর তিনি বিয়ে করেছেন। আর চলতি বছরই তিনি মা হয়েছেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে এই বছরটা তাঁর পেশাগত জীবনেরও অন্যতম উল্লেখযোগ্য। চলতি বছর মুক্তি পাওয়া তাঁর একাধিক ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে। সব মিলিয়ে চলতি বছরটা তাঁর জীবনে স্পেশাল হয়ে থাকবে। মা হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি আলিয়া ভট্টকে। শোনা গিয়েছিল, সদ্যোজাত সন্তানের ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না রণবীর - আলিয়া। তবে, এবার প্রকাশ্যে এলেন আলিয়া। কিন্তু এলেন ভার্চুয়ালি। মা হওয়ার পর প্রথমবার মুখ দেখালেন।
মা হওয়ার পর প্রথমবার নিজের ছবি দিলেন আলিয়া ভট্ট-
গত ৬ নভেম্বর মা হয়েছেন আলিয়া ভট্ট। তাঁর এবং অভিনেতা রণবীর কপূরের জীবনে এসেছে কন্যা সন্তান। স্বাভাবিকভাবেই সদ্যোজাত সন্তানকে নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন তাঁরা। অভিনয় থেকে কিছউটা বিরতি নিয়েছেন আলিয়া। যদিও কাজে যোগ দিয়েছেন রণবীর। মা হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এর আগে 'মা' লেখা কফি মগের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছিল, মা হওয়ার অনুভূতি দারুণভাবে উপভোগ করছেন তিনি। আর এবার নিজের ছবি পোস্ট করলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আলিয়া ভট্ট যে ছবি পোস্ট করেছেন, তাতে একেবারে মেকআপ ছাড়াই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সোয়েটার পরা একটি ছবিতে তাঁর মুখে হালকা লিপস্টিক ছাড়া কোনও মেকআপ নেই বলা চলে। চুলও খোলা। আলিয়ার ছবি দেখে তাঁর অনুরাগীরা যেমন খুশি। পাশাপাশি অভিনেত্রী সদ্যোজাত সন্তানের ছবি দেখতে চেয়েছেন তাঁরা। তার সঙ্গে কন্যার নামও জানতে চেয়েছেন।
">
আরও পড়ুন - Vicky Kaushal: ক্যাটরিনার 'চিকনি চামেলি' গানে জমিয়ে নাচ ভিকির! মুহূর্তে ভাইরাল ভিডিও
প্রসঙ্গ, আলিয়া ভট্টকে শেষবার পর্দায় দেখা গিয়েছে রণবীর কপূরের বিপরীতে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। তাঁকে দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।