Vicky Kaushal: ক্যাটরিনার 'চিকনি চামেলি' গানে জমিয়ে নাচ ভিকির! মুহূর্তে ভাইরাল ভিডিও
সম্প্রতি নিজের আগামী ছবির ট্রেলার লঞ্চে এসে স্ত্রী ক্যাটরিনার 'চিকনি চামেলি' গানে জমিয়ে নাচলেন ভিকি কৌশল। আর সেই ভিডিও ভাইরাল হতে সময় নিল না।
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। পর্দায় তাঁদের জুটি বেঁধে এখনও দেখা না গেলেও বাস্তব জীবনে জুটি বেঁধে ফেলেছেন প্রায় এক বছর হতে চলল। সম্প্রতি নিজের আগামী ছবির ট্রেলার লঞ্চে এসে স্ত্রী ক্যাটরিনার 'চিকনি চামেলি' (Chikni Chameli) গানে জমিয়ে নাচলেন ভিকি কৌশল। আর সেই ভিডিও ভাইরাল হতে সময় নিল না।
'চিকনি চামেলি' গানে ভাইরাল নাচ ভিকি কৌশলের-
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, আগামী ছবি 'গোবিন্দা মেরা নাম'-এর (Govinda Mera Naam) ট্রেলার লঞ্চে উপস্থিত ভিকি কৌশল এবং ছবির দুই নায়িকা কিয়ারা আডবাণী (Kiara Advani) ও ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। সেখানেই ছবি নির্মাতা কর্ণ জোহরকে (Karan Johar) তিন তারকার সঙ্গে নানা খেলা খেলতে দেখা যায়। এরপরই কর্ণ বলেন যে, ভিকিকে ডান্স করতে হবে তাঁর স্ত্রীর কোনও গানে। তারপরই আসে সেই ভাইরাল মুহূর্ত। ক্যাটরিনা কাইফের 'কালা চশমা' (Kaala Chashma) এবং 'চিকনি চামেলি' গানে জমিয়ে নাচেন অভিনেতা।
আরও পড়ুন - Ranveer Singh: কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেন রণবীর সিংহ?
প্রসঙ্গত, ভিকি কৌশলের আগামী ছবি 'গোবিন্দা মেরা নাম'-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে লেখেন, 'দেখতে খুব মজা লাগছে'। ক্যাটরিনার পোস্টে 'আমার ভালোবাসা' বলে কমেন্ট করেন ভিকি।
">