এক্সপ্লোর
ক্রেডিট কার্ড চুরি, ডাকাতির শিকার আলিয়ার মা
![ক্রেডিট কার্ড চুরি, ডাকাতির শিকার আলিয়ার মা Alia Bhatts Mother Robbed Leaves Her Scared ক্রেডিট কার্ড চুরি, ডাকাতির শিকার আলিয়ার মা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/27173750/soni.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তির দিনই এ কী বিপত্তি! শুক্রবার আলিয়া ভট্টের মা সোনি রাজদানের ক্রেডিট কার্ড চুরি হয়েছে বলে অভিযোগ। কয়েক মিনিটের মধ্যে ওই ক্রেডিট কার্ড দিয়ে ১৯বার কেনাকাটা করেছে চোরবাবাজি।
প্রাক্তন অভিনেত্রী সোনি রাজদান জানিয়েছেন, শুক্রবার আর এক মেয়ে শাহিনের সঙ্গে দক্ষিণ মুম্বই গিয়েছিলেন তিনি। তখন তাঁর মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড সহ একটি মেসেজ আসে। প্রথমে কিছু বুঝতে না পারলেও তিনি দেখেন, কয়েক মুহূর্তের মধ্যে তাঁর মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড ও কেনাকাটার মেসেজের বন্যা বয়ে গেল। ব্যাঙ্ক অবশ্য তখনই তাঁর কার্ড ব্লক করে দেয়, জানায়, ওই সব বেআইনি লেনদেনের দাম তাঁকে দিতে হবে না।
সোনি জানিয়েছেন, ওই কার্ডটি দীর্ঘদিন ব্যবহার করেননি তিনি। হয় সেটি বাড়িতে কাবার্ডে থাকে, নয়তো তাঁর পার্সে। তিনি কাজকর্ম সারেন অন্য কার্ড দিয়ে। কিন্তু যেভাবে কার্ডটি চুরি হয়ে গিয়ে তা দিয়ে কেনাকাটা চলেছে, তাতে তিনি আতঙ্কিত। ভাবছেন, যদি ফোনে মেসেজ না আসত, তাহলে কী হত।
এ ব্যাপারে পুলিশে অভিযোগ দায়েরের কথা ভাবছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)