Alia Ranbir Wedding: বিয়েতে জামাই রণবীরকে কী উপহার দিলেন আলিয়া ভট্টের মা?
পঞ্জাবি মতে আলিয়া ভট্টকে জীবনসঙ্গী করে নিয়েছেন রণবীর কপূর। রণবীর-আলিয়ার বিয়েতে কপূর বাড়িতে বসেছিল চাঁদের হাট। সম্প্রতি জানা গিয়েছে, বিয়েতে জামাই রণবীরকে কী উপহার দিলেন আলিয়া ভট্টের মা সোনি রাজদান।
মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া উন্মাদনা যেন শেষই হচ্ছে না। দুই তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গত ১৪ এপ্রিল। বিয়ের আগে মুখ না খুললেও বিয়ে মিটতেই প্রকাশ্যে আসছে একের পর এক ছবি। পঞ্জাবি মতে আলিয়া ভট্টকে জীবনসঙ্গী করে নিয়েছেন রণবীর কপূর। দুই তারকা পর্দায় জুটি বাঁধার আগেই বাস্তব জীবনে জুটি বাঁধলেন। রণবীর-আলিয়ার বিয়েতে কপূর বাড়িতে বসেছিল চাঁদের হাট। সম্প্রতি জানা গিয়েছে, বিয়েতে জামাই রণবীরকে কী উপহার দিলেন আলিয়া ভট্টের মা সোনি রাজদান (Soni Razdan)।
বিয়েতে রণবীর কপূরকে বহুমূল্যের উপহার আলিয়া ভট্টের মা সোনি রাজদানের-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়েতে পাওয়া উপহার প্রসঙ্গে মুখ খুলেছেন নবদম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্টের ঘনিষ্ঠ ব্যক্তি। তিনিই জানিয়েছেন যে, আলিয়া ভট্টের মা সোনি রাজদান বিয়েতে জামাইকে বহুমূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার দাম আড়াই কোটি টাকা। যে দামী ঘড়ি রণবীরকে উপহার দিয়েছেন সোনি রাজদান, তা সহজে মেলে না। তবে, জামাইয়ের জন্য বিশেষভাবে সেই উপহার আনিয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। পাশাপাশি বিয়েতে আসা অতিথিদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও ছিল। অতিথিদের জন্য রিটার্ন গিফট হিসেবে বিশেষ কাশ্মীরি শাল দিয়েছেন নবদম্পতি। আর তা নিজে হাতে বেছেছেন স্বয়ং কনে আলিয়া।
আরও পড়ুন - KGF: Chapter 2: মুকুটে নতুন পালক, 'আরআরআর', 'জয় ভীম'কে পিছনে ফেলল 'কেজিএফ চ্যাপ্টার টু'
প্রসঙ্গত, আজ ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন পূজা ভট্ট। সেখানে দেখা যায়, আলিয়ার বাবা পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt), জড়িয়ে ধরেছেন জামাই রণবীর কপূরকে। আলিয়াকেও সেই পোস্টে ট্যাগ করেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। পূজা ছবি দুটি আপলোড করে ক্যাপশনে লেখেন, 'মন দিয়ে শোনার ও কথা বলার ক্ষমতা থাকলে কার শব্দের প্রয়োজন হয়?'