(Source: ECI/ABP News/ABP Majha)
KGF: Chapter 2: মুকুটে নতুন পালক, 'আরআরআর', 'জয় ভীম'কে পিছনে ফেলল 'কেজিএফ চ্যাপ্টার টু'
মুক্তি পেতেই অপেক্ষারত দর্শকদের উত্তেজনার ঝড় আছড়ে পড়ল বক্স অফিস কালেকশনে। প্রথমদিনই এই ছবি ১৩৪.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এবার নয়া রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)।
মুম্বই: মাত্র দুদিন হয়েছে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)। আর মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত সুনামী তৈরি করেছে এই ছবি। প্রথমদিনই বক্স অফিস কালেকশনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আর এবার অন্য একটি ক্ষেত্রেও 'আরআরআর', 'জয় ভীম'-এর মতো হিট ছবিকে পিছনে ফেলে এগিয়ে গেল 'কেজিএফ চ্যাপ্টার টু'।
'কেজিএফ চ্যাপ্টার টু'কে কেন্দ্র করে দর্শকদের উত্তেজনা ছবিটি মুক্তির আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। তাঁরা যে এই ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন, তা বোঝা যাচ্ছিল নেট মাধ্যমে তাঁদের নানা পোস্ট ও কমেন্ট দেখে। আর ছবিটি মুক্তি পেতেই সেই উত্তেজনা আছড়ে পড়ল বক্স অফিস কালেকশনে। প্রথমদিনই এই ছবি ১৩৪.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এবার নয়া রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু'।
'আরআরআর', 'জয় ভীম'-কে পিছনে ফেলল 'কেজিএফ চ্যাপ্টার টু'-
জানা গিয়েছে, বক্স অফিস কালেকশনে ব্যাপক প্রভাব ফেলার পাশাপাশি IMDb-র বিচারে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। IMDb-র তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষের দিকে ভারতীয় ছবি হিসেবে ছিল 'অ্যানবে শিবম', 'আরআরআর', 'জয় ভীম'-এর মতো ছবি। এবার সবাইকে টপকে এক নম্বরে চলে গেল 'কেজিএফ চ্যাপ্টার টু'। স্বাভাবিকভাবেই মুক্তি পাওয়ার পরই এই ছবির এই বিপুল পরিমাণ সাফল্যে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। আন্দাজ করা যাচ্ছে, যেভাবে সাফল্য পেতে শুরু করেছে এই ছবি, তা অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া সময়ের অপেক্ষা মাত্র।
আরও পড়ুন - Ileana D’Cruz: আত্মহত্যার চেষ্টা করেন ইলিয়ানা ডিক্রুজ?
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা যশকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত ও রবীনা ট্যান্ডনকে।