Allu Arjun's Daughter Arha Debut: বয়স মাত্র ৪, রূপোলি পর্দায় অভিষেকের পথে আল্লু অর্জুনের মেয়ে
আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা। আরহারের বয়স মাত্র ৪। কিন্তু এই বয়সেই সিনেমায় হাতেখড়ি হতে চলেছে তার। প্রথম ছবিতে আরহার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।
মুম্বই: রূপোলি পর্দায় অভিষেক হতে চলেছে আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার। বয়স মাত্র ৪। কিন্তু এই বয়সেই সিনেমায় হাতেখড়ি হতে চলেছে তার। বাবা আল্লু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ভীষণ জনপ্রিয় অভিনেতা। চিরঞ্জীবি থেকে শুরু করে বিজয় দেভেরাকোন্ডার মতো অভিনেতা যাঁরা জনপ্রিয়তায় বলিউডের অনেক অভিনেতাকেও হার মানাবেন, তাঁদেরই মতো একজন হলেন আল্লু অর্জুন।
এবার বাবার পথে পা বাড়াতে চলেছে একরত্তি মেয়েটিও। দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছে আরহা। এটাই তার প্রথম ছবি। আর প্রথম ছবিতে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে। ছবির নাম শকুন্তলাম। নিজের সোশ্যাল মিডিয়াতেই এই খবর জানিয়েছেন আল্লু অর্জুন।
নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আল্লু অর্জুন। সেখানেই তিনি আল্লু আরহার ছবিতে অভিষেকের কথাটি জানিয়েছেন। আল্লু অর্জুন নিজের পোস্টে লিখেছেন, 'গর্বের মুহূর্ত আমাদের পুরো আল্লু পরিবারের জন্য। আমাদের পরিবারের চতুর্থ প্রজন্ম এবার সিনেমায় অভিষেক করতে চলেছে। ছবির নাম শকুন্তলাম।' ছবির পরিচালক থেকে শুরু করে প্রোডিউসার সবাইকেই এই ব্যাপারে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার। তিনি আরও লিখেছেন, 'তাঁর পোস্টে, আমি আরহার অভিষেক দেখার জন্য উৎসাহিত। শকুন্তলাম ছবির সব কলাকুশলীকে আমার আগাম শুভেচ্ছা রইল এই ছবির জন্য।'
দক্ষিণ ভারতের সিনেমা জগতে আল্লু অর্জুনের পরিবার বেশ পরিচিত। গত তিন প্রজন্ম ধরেই এই পরিবার অভিনয়ের সঙ্গে জড়িত। বাবা, ঠাকুর্দার পর আল্লু অর্জুন নিজেও দক্ষিণ ভারতের ছবিতে নিজের ছাপ রেখেছেন। সামান্থা আক্কিনেনি যিনি শকুন্তলাম ছবিতে অভিনয় করছেন, তাঁর সম্প্রতি জনপ্রিয় ছবি ফ্যামিলি ম্যান ২। এছাড়াও আল্লু নিজেও অনেক কাজ করেছেন দক্ষিণ ভারতের এই অভিনেত্রীর সঙ্গে। আল্লু বলেন, 'আমি সামান্থার সঙ্গে কাজ করেছি। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম অন্যরকম। আমি ভীষণ খুশি যে এবার আমার মেয়ে সামান্থার সঙ্গে কাজ করতে চলেছে।'