এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিমানবন্দরে 'কহো না প্যায়ার হ্যায়'-র ছন্দে নাচ উড়ান সংস্থার কর্মীদের, কেঁদে ফেললেন আমিশা, দেখুন ভিডিও
'কহো না প্যায়ার হ্যায়' গানটি যে এখনও আট থেকে আশির হৃদয়ে ঝড় তোলে, তার প্রমাণ মিলল ফের একবার। বিমানবন্দরেই গানের তালে পা মেলালেন একটি উড়ান সংস্থার কর্মীরা। এবং কহো না প্যায়ার হ্যায় সিনেমার নায়িকা আমিশা পটেলের সামনেই।
মুম্বই: হৃতিক রোশন আর আমিশা পটেলের পর্দায় আবির্ভাব হয়েছিল 'কহো না প্যায়ার হ্যায়' সিনেমার মধ্যে দিয়ে। আর গোটা দেশ উদ্বেলিত হয়েছিল সিনেমার টাইটেল ট্র্যাকে। সমুদ্র সৈকতে 'কহো না প্যায়ার হ্যায়' গানের সঙ্গে হৃতিক ও আমিশার নাচ ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকালীন ছবিগুলির মধ্যে একটি হয়ে থাকবে। সুপারহিট হয়েছিল সিনেমাটি। আর তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল হৃতিক-আমিশা জুটি। হৃতিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন রাকেশ রোশনের পুত্র।
'কহো না প্যায়ার হ্যায়' গানটি যে এখনও আট থেকে আশির হৃদয়ে ঝড় তোলে, তার প্রমাণ মিলল ফের একবার। বিমানবন্দরেই গানের তালে পা মেলালেন একটি উড়ান সংস্থার কর্মীরা। এবং কহো না প্যায়ার হ্যায় সিনেমার নায়িকা আমিশা পটেলের সামনেই। যা দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন নায়িকা। চোখের জল বাঁধ মানল না। আনন্দে কেঁদে ফেললেন আমিশা। তারপর নিজেও পা মেলালেন ভক্তদের সঙ্গে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জনৈক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে একটি চেয়ারে বসে রয়েছেন আমিশা। তাঁর সামনে উড়ান সংস্থার চার কর্মী হাজির হয়ে যান। এবং কহোনা প্যায়ার হ্যায়-এর ছন্দে পা মেলাতে শুরু করেন। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে উদিত নারায়ণ ও অলকা যাজ্ঞিকের কণ্ঠে বিখ্যাত সেই গান। আর একেবারে হৃতিক ও আমিশারই স্টেপস করে দেখাতে শুরু করেন উড়ান সংস্থার ওই কর্মীরা। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন আমিশা। তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেন। তারপরই চোখের জল মুছে উঠে চলে যান ওই ভক্তদের মাঝে। এবং নিজেও কহো না প্যায়ার হ্যায়-এর তালে নাচতে শুরু করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'বাহ! কী মিষ্টি দৃশ্য। সুন্দরী আমিশাকে দেখে নেচে উঠলেন উড়ান সংস্থার কর্মীরা। সব মিলিয়ে দুর্দান্ত দৃশ্য। আনন্দাশ্রু আমিশার চোখেও।'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement