Sitaare Zameen Par: সিনেমা মুক্তির কয়েক ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত আমিরের, প্রভাব পড়তে পারে বক্স অফিসে?
Amir Khan: আমির খানের এই সিদ্ধান্ত নতুন ছবির ব্যবসায় লাভ দেবে না ক্ষতি?

কলকাতা: রাত পোহালেই মুক্তি পাবে আমির খানের (Amir Khan) নতুন ছবি 'সিতারে জমিন পর' (Sitaare Zameen Par)। আর সেই ছবি মুক্তির আগেই, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমির খান। নিঃসন্দেহে এই ছবি আমির খানের ঘুরে দাঁড়ানোর ছবি। এর আগে আমির খানের একের পর এক ছবি ফ্লপ হয়েছে। কিন্তু এই ছবির ধারা বেশ অন্যরকম। ফলে এই ছবিটি নিয়ে দর্শকদের আশা রয়েছে। তবে আমির খানের নতুন সিদ্ধান্ত ছবির আয়কে কি প্রশ্নের মুখে ফেলে দিল না?
কথায় বলে ফার্স্ট ডে ফার্স্ট শো। এই শো দেখার জন্য দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা থাকে। সবার আগে নতুন সিনেমা দেখে ফেলার মজা তো কম নয়। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) থেকে শুরু করে এখন টলিউডেও এই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার হিড়িক বেড়েছে। যদি কেবল কলকাতার কথা ধরি, 'জওয়ান' বা 'পাঠান'-এর মতো ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল ভোর ৫টায়। রাজ্যের বাইরেও ছবিটা একই রকম। এমনকি মুম্বইতে রাত থাকতে প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়েছেন। তবে আমির খানের শো-এ দেখা যাবে না সেই ছবি। কিন্তু কেন?
আমির খানের বড় সিদ্ধান্ত
আমির খান সিদ্ধান্ত নিয়েছেন, 'সিতারে জমিন পর' ছবিটি সকাল ১১টার আগে দেশের কোথাও মুক্তি পাবে না। আমির নিজের মুখে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমির মনে করেন, যাঁরা ছবিটি দেখতে আসবেন, তাঁরা মানসিক ও শারীরিকভাবে সতেজ ও সুস্থ হয়ে আসবেন। অত ভোরে ছবি দেখতে এলে অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেই কারণে সকাল ১১টার আগে মুক্তি পাবে না এই সিনেমা। আমি মনে করেন, এই সিদ্ধান্তে মানুষের ছবিটি দেখার উত্তেজনা কমার চেয়ে বাড়বে। এবার আমিরের এই সিদ্ধান্ত সত্যিই বক্সঅফিসে কোনও প্রভাব ফেলবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন আমির খান ও জেনেলিয়া ডি সুজা। ডাউন সিনড্রোম আক্রান্ত মানুষদের গল্প বলবে এই ছবি।
View this post on Instagram






















