এক্সপ্লোর
হরিবংশ রাই বচ্চনকে উদ্ধৃত করে করোনাযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের অভিবাদন বিগ বি-র
এবার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা। করোনাযোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ দিলেন বিগ বি। তাঁদের অক্লান্ত, নিঃস্বার্থ কাজের জন্য ধন্যবাদ দিলেন তিনি।

মুম্বই: এক সপ্তাহ কেটে গিয়েছে হাসপাতালে। নানাবতী হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অমিতাভ বচ্চন। ওই একই হাসপাতালে অভিষেক, ঐশ্বর্যা ও আরাধ্যারও করোনার চিকিৎসা চলছে। এরই মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। শনিবারই অভিষেক, অ্যাশ ও নাতনির সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান তিনি। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা। করোনাযোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ দিলেন বিগ বি। তাঁদের অক্লান্ত, নিঃস্বার্থ কাজের জন্য ধন্যবাদ দিলেন তিনি।
''मैं हूँ उनके साथ, खड़ी जो सीधी रखते अपनी रीढ़। कभी नहीं जो तज सकते हैं
अपना न्यायोचित अधिकार, कभी नहीं जो सह सकते हैं
शीश नवाकर अत्याचार, एक अकेले हों या उनके
साथ खड़ी हो भारी भीड़; मैं हूँ उनके साथ, खड़ी जो सीधी रखते अपनी रीढ़।” 'আমি তাঁদের পাশে থাকি, যাঁদের মেরুদণ্ড সোজা ছাড়ে না যাঁরা ন্যায়ের অধিকার মাথা নিচু করে যাঁরা সহ্য করে না অন্যায় এক হোক বা অনেক আমি তাঁদের পাশে থাকি, যাঁদের মেরুদণ্ড সোজা ' হাসপাতাল সূত্রে খবর, বচ্চন পরিবারের প্রত্যেকেই এখন আগের থেকে ভাল। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। ভয়ের কিছু নেই। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















