কেমন আছেন বিগ বি? কী বলছে নানাবতী হাসপাতাল?
হাসপাতাল সূত্রে খবর, ৭৭ বছরের অভিনেতাকে বয়সের কথা মাথায় রেখে ওষুধ দেওয়া হচ্ছে।
মুম্বই: কেমন আছেন বিগ বি? এই খবরের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ। সোমবার সকালে নানাবতী হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিত্সায় ভাল সাড়া মিলছে। অমিতাভের বুকে কাফের পরিমাণ কম। অক্সিজেন লেভেল স্বাভাবিক। হাসপাতাল সূত্রে খবর, ৭৭ বছরের অভিনেতাকে বয়সের কথা মাথায় রেখে ওষুধ দেওয়া হচ্ছে। শনিবার রাতে অমিতাভ নিজেই ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণ পর জানা যায়, অমিতাভ-পুত্র অভিষেকেরও করোনা রিপোর্ট পজিটিভ। প্রথমে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে। ঐশ্বর্যা ও আরাধ্যার আরাধ্যার করোনা উপসর্গ তেমন গুরুতর নয়। তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দু’জন। বাবার পাশাপাশি নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন। তারও উপসর্গ তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। বচ্চন পরিবারের চারটি বাংলো জীবাণু মুক্ত করেছেন বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা। ঝোলানো হয়েছে কনটেনমেন্ট জোনের নোটিস। স্ক্রিনিংয়ের পর বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, শেষ ১৪ দিনে বচ্চন পরিবারের সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে।