Amitabh-Jaya: অঝোরে বৃষ্টিতে স্ত্রী জয়াকে আগলে মাথায় ছাতা ধরলেন অমিতাভ, ছবি পোস্ট হতেই ভাইরাল
Couple Goals: ১৯৭৩ সালের ৩ জুন গাঁটছড়া বাঁধেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাঁদের দুই সন্তান, অভিনেতা অভিষেক বচ্চন ও লেখিকা শ্বেতা বচ্চন নন্দ। অমিতাভ ও জয়া একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।
মুম্বই: বয়স ৮১ পেরিয়েছে। কিন্তু তাতে কী! 'কাপল গোল'-এর (Couple Goal) কোনও বয়স হয় নাকি? কথা হচ্ছে বলিউডের শাহেনশাহ্ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে স্ত্রী, অভিনেত্রী জয়া বচ্চনকে (Jaya Bachchan) রাখলেন আগলে, মাথায় ধরলেন ছাতা। মিষ্টি এই ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেতা যা এখন ভাইরাল (viral post) সোশ্যাল মিডিয়ায়।
স্ত্রী-র মাথায় ছাতা ধরলেন শাহেনশাহ, পোস্টে ভালবাসার বন্যা
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অমিতাভ বচ্চন মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে। জয়া বচ্চনের হাতে লাড্ডু জাতীয় কোনও খাবারের কৌটো। তাঁর মাথায় বড় ছাতা ধরে আছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে শেক্সপিয়রকে উদ্ধৃত করে লেখেন, 'and the rain it raineth every day'! যার বাংলা তর্জমা করলে মানে খানিক এমন দাঁড়ায় যে 'প্রতিদিন যে বৃষ্টি হয়'। তার সঙ্গে লেখেন, 'এমনকী কাজের সময় সেটেও'। এই ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
T 5074 - .... and the rain it raineth every day .. even on set at work .. pic.twitter.com/Sky5FJJbT2
— Amitabh Bachchan (@SrBachchan) July 16, 2024
১৯৭৩ সালের ৩ জুন গাঁটছড়া বাঁধেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাঁদের দুই সন্তান, অভিনেতা অভিষেক বচ্চন ও লেখিকা শ্বেতা বচ্চন নন্দ। অমিতাভ ও জয়া একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য, 'জঞ্জীর', 'শোলে', 'অভিমান', 'মিলি', 'চুপকে চুপকে', 'সিলসিলা', 'কভি খুশি কভি গম' ইত্যাদি।
অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি নিয়মিত অনলাইন ব্লগও লেখেন। সেখানে তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেন এবং এই বর্ষার কী কী নেতিবাচক প্রভাব ভোগ করতে হচ্ছে সেই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে 'মিনি মুভি' তৈরি করেন অ্যাটলি! কণ্ঠ দেন অমিতাভ বচ্চন
উল্লেখ্য, অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে কল্পবিজ্ঞান ঘরানার 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে। এই ছবি বেশ ভাল ব্যবসা করছে বক্স অফিসে। নাগ অশ্বিণ পরিচালিত এই ছবিতে 'পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক' সময়ের গল্প বলা হয়েছে যা ২৮৯৮ এডি-র প্রেক্ষাপটে তৈরি। দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাস, দিশা পাটনি, শাশ্বত চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন। এছাড়া ছবিতে বিজয় দেবেরাকোণ্ডা, দুলকর সলমান ও ম্রুণাল ঠাকুর ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।