Amitabh Bachchan: 'বড় ভুল করেছিলাম'! 'সারা জমানা' গানে বাল্বসমেত পোশাক পরে 'উপলব্ধি' অমিতাভের
Do You Know: একটা গানের সময় আমি প্রযোজককে বলি যে আমি আলাদা কিছু করতে চাই। তখন নতুন একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল, কলকাতায়। ইন্দোর স্টেডিয়াম। নেতাজি সুভাষ স্টেডিয়াম। সেখানে শ্যুটিং করতে চাইছিলেন তিনি।'
নয়াদিল্লি: চলছে 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৫তম সিজন। প্রত্যেকবারের মতো এবারও এই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক বলিউডের শাহেনশাহ। অনুষ্ঠানের এক পর্বে খানিক নস্ট্যালজিক হয়ে পড়লেন বিগ বি। জানালেন তাঁর জনপ্রিয় ছবি 'ইয়ারানা'র ততোধিক জনপ্রিয় গান 'সারা জমানা' তৈরির নেপথ্যের কাহিনি। গানের সেই 'জ্বলন্ত' পোশাকের আইডিয়া নাকি তাঁরই ছিল, জানতেন কি? আর কী কী জানালেন তারকা?
'সারা জমানা'র বাল্ব লাগানো পোশাকের আইডিয়া নাকি ছিল অমিতাভ বচ্চনেরই
রাকেশ কুমার পরিচালিত ১৯৮১ সালের 'ইয়ারানা' ছিল মেগাস্টার অমিতাভ বচ্চন, আমজাদ খান, নীতু সিংহ, তনুজা ও কাদের খান অভিনীত এক মিউজিক্যাল ড্রামা ফিল্ম। ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'সারা জমানা' গেয়েছিলেন কিশোর কুমার। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-র ২৮তম পর্বে তারকা সঞ্চালক অমিতাভ বচ্চন হট সিটে আমন্ত্রণ জানান উত্তরপ্রদেশের জসনিল কুমারকে।
অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলতে বলতে প্রতিযোগী বলেন, 'আমার নাম জসনিল কুমার এবং আমার বয়স ৩৬। আমি উত্তরপ্রদেশের অনওয়াক থেকে আসছি যা আজমগড় জেলার একটি ছোট গ্রাম। আমি জামাকাপড়ের শোরুমে কাজ করি। বাড়িতে মা, বাবা ও ঠাকুর্দা আছেন। আমি বিবাহিত। স্ত্রী আছেন ও দুই সন্তান আছেন। আমার চার ছোট ভাই আছে ও দুই বোন আছে।'
অমিতাভ বচ্চন বলেন, 'আমি আশা করছি যেন তুমি বিপুল অর্থ জিততে পারো এবং বাবা-মার জন্য ভাল বাড়ি বানাতে পারো।' সেই প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের মাঝে তিনি বলেন, 'আমি যখন সিনেমা দেখা শুরু করি আমি আপনার প্রচুর ফিল্ম দেখতাম। আমার এখনও সেগুলো মনে আছে। আমার মতে 'ইয়ারানা' আপনার শ্রেষ্ঠ ছবি। বন্ধুত্বের ওপর তৈরি ছবি। দুর্দান্ত ছবি একটি। আমার প্রচণ্ড পছন্দের।'
এর উত্তরে তারকা অভিনেতা বলেন, 'ছবির মিউজিক দুর্দান্ত ছিল, এবং দারুণ গান। একটা গানের সময় আমি প্রযোজককে বলি যে আমি আলাদা কিছু করতে চাই। তখন নতুন একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল, কলকাতায়। ইন্দোর স্টেডিয়াম। নেতাজি সুভাষ স্টেডিয়াম। সেখানে শ্যুটিং করতে চাইছিলেন তিনি। আর আমি ভাবছিলাম যে কীভাবে সম্ভব হবে সেটা। আমরা খালি স্টেডিয়াম কীভাবে ভরাব?'
বিগ বি বলে চলেন, 'আমি উপদেশ দিই যে আমরা ওখানে শ্যুট করব সেই খবর মুখে মুখে ছড়িয়ে দেওয়া হোক। আমরা ওখানে গানের শ্যুটিং করি, আলো জ্বলা কস্টিউম পরে। ওই বিশেষ কস্টিউমটাও আমারই আইডিয়া ছিল। খুব বড় ভুল করেছিলাম। আমি বলেছিলাম ডিজাইনারকে বাল্ব ব্যবহার করতে। এবং সেগুলো যেন জ্বলে। তিনি বলেন যে সেটা সম্ভব। যখন সেটা ও করে এনে দেয় আমি জিজ্ঞেস করলাম কী করে করলে। সে জানায় তারগুলো জায়গায় জায়গায় লাগানো আছে এবং বাকিটা প্লাগে কানেক্ট করলেই আলো জ্বলবে। লম্বা গল্প সেটা।' একইসঙ্গে তিনি বলেন, 'একটা কথা বলি। ওই গানে যতগুলো নাচের পজিশন দেখেছেন আপনারা, আমার হাত খালি এদিক ওদিক যাচ্ছিল। আমি বিদ্যুৎ দিয়ে কানেক্টেড ছিলাম। একটা প্লাগ ছিল। গানটি 'ইয়ারানা' ছবির ছিল।'