এক্সপ্লোর
জানেন ১৯৬৮ সালের এই ছবি দেখে বলিউড প্রত্যাখান করেছিল অমিতাভ বচ্চনকে!

মুম্বই: বলিউডের সুদর্শন নায়ক বলতে ঠিক ষাট-সত্তরের দশকে যেটা বোঝাতো, সেটা মোটেই অমিতাভ বচ্চন ছিলেন না। সেই সময় ইন্ডাস্ট্রিতে টল, ডার্ক হ্যান্ডসমের চেয়ে শশী কপূর, রাজেশ খন্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্রর মতো চেহারার নায়কদেরই দাপট ছিল। সেই ১৯৬৮ সালে নিজের প্রথম সিনেমার জন্যে একটি ছবি অমিতাভ দিয়েছিলেন। সম্প্রতি বিগ বি সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ারও করেন। তারসঙ্গেই তিনি লেখেন, এই ছবি দেখার সঙ্গে সঙ্গে বলিউড তাঁকে প্রত্যাখানও করেন। তারপরের ইতিহাস অবশ্য সকলেরই জানা। বলিউডে অমিতাভের প্রায় ৫০ বছর কাটতে চলল। পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেকেও প্রচুর ভেঙে গড়ে নিয়েছেন সিনিয়র বচ্চন।
এই ছবিতে সুদর্শন পুরুষ বলতে যা বোঝায়, সেটা ঠিক ছিলেন না অমিতাভ। তবে খুব খারাপও লাগছিল না তাঁকে। সেদিন লম্বা হওয়ার জন্যে কাজ না পেলেও, আজ টিনসেল টাউনে বহু লম্বা অভিনেত্রীও কাজ করছেন, যেমন দীপিকা পাড়ুকোন-ক্যাটরিনা কাইফ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















