Karva Chauth Wishes: প্রিয়তমা স্ত্রী জয়াকে কীভাবে করবা চৌথের শুভেচ্ছা জানালেন বিগ বি?
স্বামীর শুভ কামনায় আজকের এই বিশেষ দিনে উপবাস করেন হিন্দু বিবাহিত নারীরা। সারাদিন উপবাস করে চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখার পরই তাঁরা জল পান করেন।
মুম্বই : আজ করবা চৌথ (Karwa Chauth 2021)। হিন্দু বিবাহিত মহিলাদের কাছে আজকের এই বিশেষ দিনটার একটা মাহাত্ম্য রয়েছে। স্বামীর শুভ কামনায় আজকের এই বিশেষ দিনে উপবাস করেন হিন্দু বিবাহিত নারীরা। সারাদিন উপবাস করে চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখার পরই তাঁরা জল পান করেন। আর তাতেই স্বামীর মঙ্গল হয় বলে বিশ্বাস করেন হিন্দু বিবাহিত নারীরা। যুগের পর যুগ ধরে এভাবেই তাঁরা দিনটি উদযাপন করে আসছেন। আজকের এই বিশেষ দিনে স্ত্রী জয়াকে (Jaya Bachchan) কীভাবে শুভেচ্ছা জানালেন বিগ বি (Amitabh Bachchan)?
আরও পড়ুন - Shahrukh Diwali Advt: সামনেই দীপাবলি, মুহূর্তে ভাইরাল শাহরুখ খানের ক্যাডবেরির বিজ্ঞাপন
ভারতীয় চলচ্চিত্রের জগতের উল্লেখযোগ্য নাম হয়ে চিরকাল থেকে যাবেন অমিতাভ বচ্চন। আজও তিনি যদি পর্দায় থাকেন, তাহলে যেকোনও সুপারহিট তারকার আলোও ফিকে হয়ে যায়। পাশাপাশি জয়া বচ্চনের সঙ্গে তাঁর রূপকথার মতো প্রেম কাহিনী কারও অজানা নয়। করবা চৌথের মতো বিশেষ দিনে স্ত্রী জয়াকে কীভাবে শুভেচ্ছা জানালেন বিগ বি, তার জন্য বহু অনুরাগীই অপেক্ষা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। যেকোনও প্রসঙ্গে নিজের মতামত দেওয়া হোক কিংবা কাউকে শুভেচ্ছা জানানো, অমিতাভ বচ্চন সবসময় সোশ্যাল মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করে থাকেন। তাই করবা চৌথের দিনেও অনুরাগীদের আশা পূরণ করে তেমনই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
করবা চৌথের বিশেষ দিনে জয়া বচ্চনের সঙ্গে একটি রোম্যান্টিক এবং ভালোবাসায় ভরা ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ছবিটি তাঁর জনপ্রিয় 'কভি খুশি কভি গম' ছবির একটি দৃশ্য। যেখানে জয়া বচ্চনকে করবা চৌথের দিন আলিঙ্গন করতে দেখা যাচ্ছে তাঁকে। এমন বিশেষ দিনে এমন বিশেষ ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। যা দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে ৩ জুন অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন।