এক্সপ্লোর
‘বাঘ কতটা শক্তিশালী কল্পনার বাইরে’, ‘খুন পসিনা’ সিনেমার শ্যুটিংয়ে রয়্যাল বেঙ্গলের সঙ্গে লড়াইয়ের স্মৃতিচারণ অমিতাভের
‘একটা বাঘের গায়ে কতখানি শক্তি থাকতে পারে ভাবা যায় না, সেটা সেদিনই মালুম হয়েছিল।‘‘খুন পসিনা’ ছবিতে বাঘের সঙ্গে শুটিং করার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন অমিতাভ বচ্চন। প্রসঙ্গত, এই ছবিতে ‘শিবা’ চরিত্রে অভিনয়ের জন্য অনেক খ্যাতি আর সম্মান পেয়েছেন অমিতাভ। এই ছবিতে তিনি একজন ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ ছকভাঙা ছিল সেই চরিত্রটি।
মুম্বই: ‘একটা বাঘের গায়ে কতখানি শক্তি থাকতে পারে ভাবা যায় না, সেটা সেদিনই মালুম হয়েছিল।‘‘খুন পসিনা’ ছবিতে বাঘের সঙ্গে শুটিং করার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন অমিতাভ বচ্চন। প্রসঙ্গত, এই ছবিতে ‘শিবা’ চরিত্রে অভিনয়ের জন্য অনেক খ্যাতি আর সম্মান পেয়েছেন অমিতাভ। এই ছবিতে তিনি একজন ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ ছকভাঙা ছিল সেই চরিত্রটি। অনেকেই তা পছন্দ করেছিল। তবে মুশকিলটা তখন হয়েছিল যখন এই ছবির জন্য সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। কেমন তিনি এই সব দৃশ্যে কাজ করেছিলেন তা নিয়ে মানুষের মধ্যে অনেকদিন ধরেই চর্চা আছে। এ বার বিষয়টি নিয়ে নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিগ বি। জানালেন পরিচালক রাকেশ কুমার পরিচালিত খুন পসিনা ছবিতে শিবার চরিত্রে কেমন করে অভিনয় করেছিলেন। শেয়ার করলেন সেই ছবির শুটিংয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা।
অমিতাভ সোশ্যাল মিডিয়ায় শিবা চরিত্রের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে তাঁর বেপরোয়া লুক, উসকো খুসকো চুল আর পিঠে বাঘের ছালের মতো দেখতে একটি জ্যাকেট।বিগ বি লিখেছেন, “কস্টিউম ডিপার্টমেন্ট থেকে যখন আমায় এই জ্যাকেটটা দেওয়া হল, তখন আমি একবারও ভাবিনি যে সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করতে হবে। আপনাদের কোনও ধারণা নেই যে একটা বাঘের গায়ে কতটা শক্তি থাকতে পারে। এটা আমার কাছে একটা অগ্নিপরীক্ষা ছিল। কোনওদিন ভুলতে পারব না”।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement