এক্সপ্লোর
দেখুন! সিম্বা ছবির শ্যুটিংয়ের ফাঁকে হায়দরাবাদের রাস্তায় কেনাকাটা করছেন সারা আলি খান ও মা অমৃতা

হায়দরাবাদ: সব বলি তারকাই যে মহার্ঘ্য শপিং মলের ঠাণ্ডা উপভোগ করতে করতে দামি দামি জিনিসপত্র কেনাকাটা পছন্দ করেন তা নয়। কেউ কেউ ফুটপাথ থেকেও খুঁজে নেন পছন্দসই জিনিস। মা অমৃতা সিংহের সঙ্গে সারা আলি খানকে দেখা গেল হায়দরাবাদের রাস্তায় ঘুরে ঘুরে শপিং করতে।
রোহিত শেট্টির সিম্বা-য় সারার বিপরীতে রয়েছেন রণবীর সিংহের মত প্রতিষ্ঠিত অভিনেতা। এটি সারার দ্বিতীয় ছবি হলেও প্রথম ছবি কেদারনাথ-এর কাজ নানা ডামাডোলে আটকে যায়। যদিও এখন ছবি মুক্তির পথ পরিষ্কার হয়ে গিয়েছে। তাই সারাও চাপমুক্ত হয়ে দ্বিতীয় ছবির কাজ করতে পারছেন।
সিম্বা-য় অল্প সময়ের জন্য থাকতে পারেন অজয় দেবগণও। এই ছবির জন্য রোহিত অবশ্য সারার কথা প্রথমে ভাবেননি। বরং সারাই ছবিতে সুযোগ পেতে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে রোহিত জানিয়েছেন।
সারা এই মুহূর্তে সিম্বা ছবির শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদে। সঙ্গে রয়েছেন মা অমৃতাও। তখনই তাঁদের এই রাস্তায় শপিংয়ের ছবি সামনে এসেছে। চারমিনারের লাড বাজারে মা মেয়ে ঘুরে ঘুরে সাজগোজের জিনিসপত্র কিনছেন।


বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
