Anant Radhika Wedding: অম্বানি-পুত্রের ঘড়ি দেখে তাজ্জব জুকেরবার্গের স্ত্রী ! চুপিচুপি দাম জানলেন জুকেরবার্গ ?
Anant Ambani Watch: অম্বানি পুত্রের হাতের ঘড়ি দেখে চোখ ঘুরে যায় জুকেরবার্গ ও তাঁর স্ত্রীর। দাম শুনেও তাজ্জব বনে যান তাঁরা দুজন। কত কোটির ঘড়ি পড়েছিলেন অনন্ত অম্বানি ? কী বিশেষত্ব সেই ঘড়ির ?
মুম্বই: অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশজুড়ে উন্মাদনা। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে আয়োজিত হয় এই প্রাক বিবাহ অনুষ্ঠান। তারকা, শিল্পপতি, উদ্যোক্তাদের মেলায় জমজমাট হয়ে উঠেছিল সেই অনুষ্ঠান (Anant Radhika Wedding)। নাচে-গানে মেতে উঠেছিলেন বলি তারকারা। আমন্ত্রিত হিসেবে উপস্থিত হয়েছিলেন মেটা-প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ও তাঁর স্ত্রী প্রিস্কিলা চ্যানও। আর সেখানেই অম্বানি পুত্রের হাতের ঘড়ি দেখে চোখ ঘুরে যায় তাঁদের। দাম শুনেও তাজ্জব বনে যান তাঁরা দুজন। কত কোটির ঘড়ি পড়েছিলেন অনন্ত অম্বানি ? কী বিশেষত্ব সেই ঘড়ির ?
এই প্রাক বিবাহ অনুষ্ঠানের বহু ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানেই ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে স্পষ্টই দেখা যাচ্ছে মার্ক জুকেরবার্গের স্ত্রী মুগ্ধ হয়ে গিয়েছেন অনন্ত অম্বানির ঘড়ি দেখে। কথা বলতে বলতেই যখন জুকেরবার্গের স্ত্রী প্রিস্কিলার চোখ পড়ে অনন্তের ঘড়ির উপর, তাজ্জব হয়ে যান তিনি। এ নিয়ে অনন্তের সঙ্গে বার্তালাপও হয় প্রিস্কিলার। এক্স হ্যান্ডলে একটি ভিডিয়োতে দেখা যায় তাঁর সেই রিচার্ড মিলের ঘড়িকে ঘিরে উতসুক হয়ে উঠেছেন জুকেরবার্গ ও তাঁর স্ত্রী।
প্রিস্কিলা অনন্তকে (Anant Radhika Wedding) জানান, 'তোমার ঘড়িটা খুবই ভাল। এককথায় দারুণ। অসাধারণ !' আর এই কথায় সায় দিয়ে জুকেরবার্গও বলেন, 'হ্যাঁ ঠিকই। এটা আমিও ওকে বলেছি।' প্রিস্কিলা যখন অনন্তকে জিজ্ঞাসা করেন যে সেটা কে তৈরি করেছে, অনন্ত বলেন 'রিচার্ড মিল'। এই কথোপকথন চলার সময় মার্ক জুকেরবার্গ বলেন, 'তুমি জানো, আমার কখনই ঘড়ি পড়তে খুব একটা ভাল লাগে না। কিন্তু এই ঘড়িটা দেখে আমার মনে হল যেন ঘড়ি আসলেই সুন্দর হয়।' রোলেক্সের ঘড়ির বদলে অনন্ত অম্বানি রিচার্ড মিলের ঘড়ির খুব বড় ভক্ত এবং এরকম বেশ কিছু বিলাসবহুল ঘড়ি আছে তাঁর কাছে।
কত দাম এই ঘড়ির ?
অনন্তের হাতের যে ঘড়ি দেখে চমকে গিয়েছিলেন প্রিস্কিলা যেই ঘড়িটির দাম আদপে ১৪ থেকে ১৮ কোটি টাকা। পাটেক ফিলিপের একটা গ্রান্ডমাস্টার চাইম মডেল সেটি। এই হাতঘড়ির অনেক ফিচার্স আছে যেমন, ৬টি পেটেন্টেড আবিষ্কার, রিভার্সিবল কেস ইত্যাদি। সংবাদসূত্রের খবর যে এই ঘড়ির বিশেষ সংস্করণটি নাকি হিরে ও এমারেল্ড দিয়ে খোদাই করা।
আরও পড়ুন: Deepika Padukone: অম্বানিদের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হয়েও নাচের মঞ্চে দীপিকা, খেললেন ডান্ডিয়াও!