Aneet Padda: 'অনুরাগীদের ভালবাসায় আমার চোখে জল আসে, কাঁদি..', কেন এমন বললেন অনীত পাড্ডা?
Aneet Padda News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনীত পাড্ডা বলেন, 'আমি ভীষণ সংবেদনশীল। প্রত্যেকটা বিষয় আমায় ভীষণ গভীরভাবে ছুঁয়ে যায়'

কলকাতা: 'সাঁইয়ারা' (Saiyaara) ছবিটি অনীত পাড্ডা (Aneet Padda)-কে শুধু সাফল্য আর যশ এনে দেয়নি, এনে দিয়েছে প্রচুর কাজের সুযোগ। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নায়িকা তিনি। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের ক্ষেত্রে, সবদিকেই এখন নজর রয়েছে নেটিজেনদের। আগামীতে অমর কৌশিকের 'শক্তি-শালিনী' ছবিতে দেখা যাবে অনীত পাড্ডাকে। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনীত পাড্ডা বলেছেন, তিনি ভীষণ সংবেদনশীল। অনুরাগীরা যে তাঁকে এত ভালবাসেন, সেটাতে তিনি আপ্লুত হয়ে পড়েন, তাঁর চোখে জল চলে আসে।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অনীত পাড্ডা বলেন, 'আমি ভীষণ সংবেদনশীল। প্রত্যেকটা বিষয় আমায় ভীষণ গভীরভাবে ছুঁয়ে যায়। অনুরাগীদের এত ভালবাসা, আমার মনে হয় এটা আমার কাছে একটা বড় দায়িত্ব। এত মানুষ আমায় ভালবাসেন, আমার সমর্থন করেন, আমার ভাল চান এটা ভাবলেই আমার ভীষণ চাপ অনুভূত হয়। আমার এটা ভীষণ ভাল লাগে, উপভোগ করি। তবে একদিক থেকে আবার এটা ভীষণ কঠিন করে দেয় কাজটা।' অনীত আরও বলেন, 'প্রত্যেক সপ্তাহে আমার এক একটা এমন দিন যায়, যেদিন আমি অনুরাগীদের এডিট করা ছবিগুলো দেখি আর আমার চোখে জল এসে যায়। ভাবি, কত কষ্ট করে, কতটা ভালবেসে মানুষ এগুলো বানিয়েছে। এটা আমার কাছে একটা ভীষণ বড় দায়িত্ব।'
অন্যদিকে, 'শক্তি শালিনী' (Shakti Shalin) সিনেমার মুখ্যচরিত্রে দেখা যাওয়ার কথা ছিল কিয়ারা আডাবাণীকে। কিন্তু তাঁকে এই চরিত্রে আর দেখা যাবে না। তাঁর জায়গায় দেখা যাবে, তুলনামুলক নতুন মুখ, অনীত পাড্ডা (Aneet Padda)-কে। এর আগে, অনীত পাড্ডা 'সাঁইয়ারা' (Saiyaara) ছবিতে অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। 'সাঁইয়ারা' ছিল অনীত পাড্ডার প্রথম ছবি। সেই সিনেমায় যথেষ্ট পাওয়ার পরেই নতুন ছবির অফার এসেছে অনীত পাড্ডার হাতে।'
থামা' ছবির পরে প্রকাশ্যে এসেছে 'শক্তি শালিনী'-র টিজার। আর সেখানেই, কিয়ারার বদলে দেখা গিয়েছে অনীত পাড্ডাকে। এখনও পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্স কেবল একটি ঝলক ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেনি। তবে নতুন এই সিনেমায় যে আর কিয়াবা আডবাণীকে দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই, সেই বিষয়ে ইঙ্গিত স্পষ্ট। সেই জায়গায় দেখা যাচ্ছে অনীত পাড্ডার নাম।
অনীত পাড্ডার হাতে এটি ছাড়াও একাধিক ছবির অফার রয়েছে, সেগুলি প্রকাশ পাবে আগামীতে।























