এক্সপ্লোর
নেহা ধুপিয়া কি অন্তঃসত্ত্বা? স্বামী হিসেবে এ ধরনের গুজব বরদাস্ত করব না, বললেন অসন্তুষ্ট অঙ্গদ বেদী

মুম্বই: বিয়ের পর পাদপ্রদীপের আলো থেকে সরছেনই না নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীকে গোপনে বিয়ে করার পর থেকে তাঁকে নিয়ে একটার পর একটা খবর হচ্ছে। আর এবার শোনা যাচ্ছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা, তাই তাড়াহুড়ো করে বিয়েটা সেরে ফেলেছেন। যদিও এই খবর আগেই অস্বীকার করেছেন তিনি। এবার এ ব্যাপারে নীরবতা ভাঙলেন নেহার স্বামী অঙ্গদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর মনে হয়, সোশ্যাল মিডিয়ার মত মঞ্চের সুযোগ নিয়ে সকলের সঙ্গে কথাবার্তা বলা যাচ্ছে বলেই তার অপব্যবহার ঠিক নয়। যদি কেউ ভুলভাল মন্তব্য করেন, তবে একজন স্বামী হিসেবে তিনি তা কখনওই বরদাস্ত করবেন না। ভাল কিছু বলতে না পারলে খারাপও বলা উচিত নয়। অঙ্গদ আরও বলেছেন, নেহার সঙ্গে বিয়ের পর থেকে দুর্দান্ত ভাল আছেন তিনি। রোজ নেহা তাঁকে জিজ্ঞেস করেন, রাতে কী খাবেন আর তিনি তাঁকে উত্যক্ত করতে বলেন, এখন তো নতুন নতুন, আরও ৬ মাস অপেক্ষা কর। আসলে তিনি চান, নেহা বরাবর তাঁকে এ ধরনের প্রশ্ন করুন, এমন ছোট ছোট কথাবার্তায় সম্পর্কের উষ্ণতা থাকে। ১০ মে দিল্লির এক গুরুদ্বারে গোপনে বিয়ে করেন নেহা-অঙ্গদ। বিয়েতে যোগ দেন শুধু ২ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রা। এরপর মালদ্বীপে ছুটি কাটাতে যান তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















