Satish Kaushik Birth Anniversary: 'তোমাকে প্রচণ্ড মিস করি', বন্ধু সতীশ কৌশিকের জন্মবার্ষিকীতে আবেগঘন অনিল কপূর
Anil Kapoor: গতমাসেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। দেখতে দেখতে তার প্রয়াণের পর ১ মাস পার। চলে গিয়েও তিনি একইভাবেই অটুট সারা দেশের মানুষের হৃদয়ে।
নয়াদিল্লি: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, জন্মবার্ষিকী সদ্য প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik Birth Anniversary)। গত মাসেই দিল্লিতে (Delhi) থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনিল কপূর (Anil Kapoor)। জন্মদিনে বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ তাঁর।
জন্মদিনে সতীশ কৌশিককে স্মরণ অনিল কপূরের
সদ্য প্রয়াত বন্ধুর জন্মদিনে বিশেষ ভিডিও পোস্ট করলেন অভিনেতা অনিল কপূর। তাঁদের একসঙ্গে বিভিন্ন সিনেমার নানা দৃশ্যের কোলাজ করে ভিডিও পোস্ট করেন অভিনেতা। সঙ্গে লিখলেন দীর্ঘ ক্যাপশন।
ক্যাপশনে 'মিস্টার ইন্ডিয়া' লেখেন, 'এখানে এখন বসে আমার অনুভূতিকে ভাষায় প্রকাশ করার জন্য সঠিক শব্দ বা বলা ভাল যে কোনও শব্দই খোঁজার চেষ্টা করছি... আমি তো বইয়ের পর বই ভরিয়ে ফেলতে চাই তুমি আমার জীবনে কী সেটা লিখে কিন্তু আমি নিশ্চিত তুমি সেটা জানতে... এই ভিডিওর তিন মিনিটে আমি আমাদের একসঙ্গে কত মুহূর্ত নতুন করে বেঁচে নিলাম। যদি একসঙ্গে আরও সময় কাটাতে পারতাম... যদি আর একবার তোমাকে ফোন করে বলতে পারতাম যে আমার জীবনে তোমাকে পেয়ে কতটা সৌভাগ্যবান আমি... আমি তোমাকে প্রচণ্ড মিস করি সতীশ... আমি প্রার্থনা করি যেন প্রত্যেকে তাঁদের জীবনে তোমার মতো একজন বন্ধু পায় কারণ তুমি আশীর্বাদ... শুভ জন্মদিন আমার বন্ধু...।'
View this post on Instagram
অনিল কপূর ও সতীশ কৌশিক একসঙ্গে 'মিস্টার ইন্ডিয়া', 'হমারা দিল আপকে পাস হ্যায়', 'ঘরওয়ালি বাহরওয়ালি'। সম্প্রতি ২০২২ সালে একসঙ্গে তাঁদের 'থর' ছবিতে দেখা যায়।
গতমাসেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। দেখতে দেখতে তার প্রয়াণের পর ১ মাস পার। চলে গিয়েও তিনি একইভাবেই অটুট সারা দেশের মানুষের হৃদয়ে। আজ সতীশ কৌশিকের জন্মদিন। স্বাভাবিকভাবেই আজ ফের নতুন ছন্দে অভিনেতা পরিচালক সতীশ কৌশিককে মনে করবে তাঁর পরিবার ও অনুরাগীর দল।
প্রসঙ্গত, ৯০-এর দশকে একাধিক ছবিতে তার রঙিন উপস্থিতি অনেককেই বিস্মিত করে। সাধামাঠা ভাবেই তিনি যেনও যেকোনও চরিত্রে ঢুকে পড়ার ম্যাজিকটা জানতেন। বয়সের বেড়া ডিঙিয়ে তিনি মন ছুঁয়ে যান সবার। কুন্দন শাহ-র একটি পলিটিক্যাল স্যাটায়ারে তিনি দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। দক্ষিণ ভারতীয় তবলা বাদকের ভূমিকায় গোবিন্দার সঙ্গে তাঁর অভিনয়ও ভোলার নয়। মিস্টার অ্যান্ড মিসেস খিলারি ছবিতে বেস্ট কমেডিয়ান হিসাবে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার সঙ্গে একই ফ্রেমে।দিওয়ানা মস্তানা ছবিতে কন্ট্যাক্ট কিলারের ভূমিকায় অভিনয় করেন তিনি, গোবিন্দার বিপরীতে। বলাই বাহুল্য সেই ছবিতেও তিনি মন জয় করেছিলেন সবার।