এক্সপ্লোর
Advertisement
অনিল কপূরের স্ত্রীর জন্মদিনে জমিয়ে পার্টি সোনাম, জাহ্নবি, খুশি সহ পরিবারের মহিলা সদস্যদের
মুম্বই: সম্প্রতি নিজের জন্মদিনে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন বলিউড তারকা অনিল কপূরের স্ত্রী সুনীতা। আর এই অনুষ্ঠানে জমিয়ে মজা করলেন কপূর পরিবারের মহিলারা। শুধুমাত্র মহিলাদের এই পার্টিতে এসেছিলেন সোনাম কপূর, রিয়া কপূর, জাহ্নবি কপূর, খুশি কপূর, শানায়া কপূর। সেইসঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সঞ্জয় কপূরের স্ত্রী মাহিপও। এসেছিলেন রিমা জৈনও।
কপূর পরিবারের মহিলাদের এই পার্টিতে যোগ দিয়েছিলেন দুই ভাই অনিল ও সঞ্জয় কপূরও।
সঞ্জয় তাঁর ইনস্টাগ্রাম পেজে পার্টির একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, মহিলাদের মধ্যাহ্নভোজে যখন দুই ভাই ঢুকে পড়ল। ছবিতে মুম্বইয়ের একটি রেস্তোরাঁর সিঁড়িতে কপূর পরিবারের সদস্যদের এক সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।
একটি ইনস্টাগ্রাম ফ্যান ক্লাব আর একটি ছবি পোস্ট করে। ওই ছবিতে কপূর পরিবারের সদস্যদের পোজ দিতে দেখা যাচ্ছে। জন্মদিনের ওই পার্টিতে যোগ দিয়েছিলেন কর্ণ জোহরের মা হীরু ও সিনেমা নির্মাতা ফারহা খানও।
আর স্ত্রীর জন্মদিনকে স্পেশ্যাল করে তুলতে অনিল কপূরও দারুণ একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।View this post on InstagramCelebrating friendship! #Thankyou @kapoor.sunita #birthdaygirl👑🤗😘
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement