Tripti Dimri: 'অ্যানিম্যাল' ছবির প্রচারে রণবীরের দিকে একদৃষ্টে তাকিয়ে তৃপ্তি, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Tripti Dimri on Viral Video: 'অ্যানিম্যাল' মুক্তির আগে একটি প্রচারে একসঙ্গে পোজ দিতে তৈরি হচ্ছিলেন ছবির গোটা টিম। সেই সময়েরই একটি ভিডিও হয়েছে ভাইরাল। কী রয়েছে তাতে?
নয়াদিল্লি: 'অ্যানিম্যাল' (Animal) অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri) সম্প্রতি তাঁর চরিত্র নিয়ে বিতর্কের মুখে প্রতিক্রিয়া জানান নিজের। সেই আবহেই আবার ভাইরাল হয়েছে (Viral Video) তাঁর আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছবিরই একটি প্রচার অনুষ্ঠানে রণবীরের (Ranbir Kapoor) দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন অভিনেত্রী। এই ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই অভিজ্ঞতা সম্পর্কেও কথা বলেন অভিনেত্রী।
রণবীরের দিকে একদৃষ্টে তাকিয়ে তৃপ্তি, ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অভিনেত্রী?
'অ্যানিম্যাল' মুক্তির আগে একটি প্রচারে একসঙ্গে পোজ দিতে তৈরি হচ্ছিলেন ছবির গোটা টিম। সেই সময়েরই একটি ভিডিও হয়েছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রণবীর কপূর সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছেন। আর এই গোটা সময়টা সামনে দাঁড়ানো তারকাকে একদৃষ্টে দেখছেন অভিনেত্রী। মুগ্ধ সেই দৃষ্টি, আশেপাশে কী হচ্ছে তার কোনও খেয়ালই নেই অভিনেত্রীর।
অভিনেত্রীর সেই মুহূর্তের প্রসঙ্গে বলতে গিয়ে জানান যে অত তারকার সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পেরে খানিক নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সকলেই ছবি তোলার পোজ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু তৃপ্তি সেখানেই এতই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে পরের দিন অভিনেত্রীর বাবা ফোন করেন তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা স্ক্রিনিংয়ে ছিলাম। আর গোটা কাস্টের শ্যুট করতে চাইছিলেন ওঁরা। 'অ্যানিম্যাল' ছবির পুরো কাস্টকে একসঙ্গে চাইছিলেন তাঁরা। আর সেখানে লোকজন কথা বলে চলেছেন। আর উনি (রণবীর কপূর) ঠিক আমার সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে একটা কথা বলছিলেন। তো আমার সামনে দাঁড়িয়ে কেউ যদি কারও সঙ্গে কথা বলে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার চোখ সেই মানুষটার দিকে চলেই যাবে।'
visual representation of why tripti signed a small role in animal pic.twitter.com/YNEabAKj6K
— no context ranbir (@nocontextranbir) December 6, 2023
তিনি আরও বলেন, 'যদি ভাল করে লক্ষ্য করেন, আমি আমার হাতদুটো সমানে ঘষছিলাম। আমার বাবা, এমনকী, এই পুরো ফুটেজটা দেখে ফোন করেছিলেন। বলেন, 'তুমি কি নার্ভাস ছিলে?' আমি বলি, 'হ্যাঁ। তুমি কী করে বুঝলে?' বাবা বলছে, 'তুমি তো হাত ঘষছিলে। আমি জানি, ওরকম তুমি নার্ভাস হলেই করো'।'
রণবীরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা প্রসঙ্গে তিনি বলেন, 'তো, আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম। এবং বিশেষত, যখন আপনি রণবীরের মতো মানুষের পাশে দাঁড়িয়ে আছেন তখন নার্ভাস তো হবেনই। তাই না? আর বোধ হয় উনি আমার সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছিলেন, এবং সেই মুহূর্তে বুঝতেই পারা যায় না যে কোথায় তাকিয়ে কীসের দিকে তাকিয়ে আছি।'
'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তি দিমরিকে জোয়া নামক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ছবিতে রণবীরের চরিত্র রণবিজয় বুঝতে পারে যে জোয়া বিরোধীপক্ষের। অনেকেই তৃপ্তির অভিনয়ের প্রশংসা যেমন করছেন তেমনই চূড়ান্ত সমালোচিতও হয়েছে পর্দার জোয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।