Anirban-Anupam: গল্পে, গানে, কথায় 'মধ্যবিত্ত জীবন', অনির্বাণ, অনুপম, সুদীপ্তারা হাজির থাকবেন 'বৈঠকখানা'-তে
Tollywood Update: মধ্যবিত্তরা নাকি অনেক কিছুই পারেন, আবার অনেক কিছুই পারেন না। আচ্ছা, সমাজের যাঁরা শিল্পী, যাঁরা লেখেন, আঁকেন, অভিনয় করেন... তাঁদের চোখে কেমন এই মধ্যবিত্তেরা?
কলকাতা: 'মধ্যবিত্ত'। এই শব্দটার মধ্যে মিশে আছে অনেককিছু। যেমন পিছুটান.. তেমনই শান্তি, মুক্তি। মধ্যবিত্তরা নাকি অনেক কিছুই পারেন, আবার অনেক কিছুই পারেন না। আচ্ছা, সমাজের যাঁরা শিল্পী, যাঁরা লেখেন, আঁকেন, অভিনয় করেন... তাঁদের চোখে কেমন এই মধ্যবিত্তেরা? সেই উত্তর খুঁজতেই, শহর কলকাতার বুকে আয়োজন হচ্ছে এক 'বৈঠকখানা'-র। সেখানে শিল্পীরা নিজেদের শিল্পে, কথায় বলবেন এই মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত চিন্তাভাবনার কথাই।
শুক্রবার, অর্থাৎ আগামীকাল থেকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি-তে শুরু হচ্ছে 'কেসিসি - বৈঠকখানা'। রিচা আগরওয়ালের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩দিন ব্যাপি অভিনব এই অনুষ্ঠানের। ১৯ এপ্রিল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিভাস চক্রবর্তী। প্রথমদিনেই আলোচনা করা হয়েছে একটি বিতর্ক সভার যেখানে অংশ নেবেন, শ্রীজাত (Srijato), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), তিলোত্তমা মজুমদার ও অন্যান্যরা। এছাড়াও থাকবে অন্যান্য বিভিন্ন স্বাদের অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণ হল, 'অপরাজিতা' নাটক থেকে একটি একক নাটক পাঠ করে শোনাবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ভূমিকা সহ একটি গান শোনাবেন অনুপম রায় (Anupam Roy)। গোটা অনুষ্ঠানের থিমই সাজানো হয়েছে মধ্যবিত্ত মানসিকতা দিয়ে। আর তাই, নাচ, গান নাটক সমস্তটাই তুলে ধরা হবে এই মধ্যবিত্ত মানসিকতাকে কেন্দ্র করেই। রবিবার একটি একক গল্পপাঠের অনুষ্ঠান রয়েছে অনির্বাণ ভট্টাচার্য্য়ের (Anirban Bhattacharya)। রয়েছে শ্রীজাতর কবিতা পাঠও। আলোচনায় অংশ নেবেন ঋদ্ধি সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও। গোটা অনুষ্ঠানের শেষে দর্শকদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্বও। সেখানে অনুরাগীরা সরাসরি কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন তাঁদের প্রিয় তারকাকে। কলকাতার বুকে অভিনব এই উদ্যোগ যে দর্শকদের ভাল লাগবে, এমনটাই আশা রাখছেন অনুষ্ঠানের আয়োজকেরা। ১৯, ২০ ও ২১ এপ্রিল গোটা দিনব্যাপিই চলবে এই অভিনব অনুষ্ঠান।
View this post on Instagram
আরও পড়ুন: Mimi Chakraborty Exclusive: 'রাজনীতিই ছেড়ে দিলাম', ভোটের মরসুমে ঘোষণা মিমি চক্রবর্তীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।