(Source: ECI/ABP News/ABP Majha)
Anirban Bhattacharyya: অনির্বাণকে ফের গায়কের ভূমিকায় ফেরালেন রাহুল, তৈরি হল 'দিলখুশ' -এর নতুন প্রেম-বিচ্ছেদের কোলাজ
Anirban Bhattacharyya New Song: গোটা ভিডিও জুড়ে ভেসে টুকরো টুকরো ভালবাসার কোলাজ। কিন্তু শুধুই প্রেম? ভালবাসাতেও তো লুকিয়ে থাকে অনেক চোখের জল। সবাই যেন ভালবাসা খুঁজে বেড়াচ্ছে
কলকাতা: পরিচালক নন, অভিনেতা নন, ফের সঙ্গীতশিল্পীর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। মুক্তি পেল রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) পরিচালিত 'দিলখুশ' (Dilkhush) ছবির প্রথম গান। 'বিবাগী ফোন'। গোটা ভিডিও জুড়ে ছোট ছোট কোলাজে ভেসে উঠল বিচ্ছেদ, প্রেম, বিচ্ছেদের গল্প।
এই ছবিতে চার বিভিন্ন বয়সের জুটিকে দেখা যাবে। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)-কে দেখা যাবে অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-এর সঙ্গে জুটি বাঁধতে। খরাজ মুখোপাধ্যায়ের (Khoraj Mykherjee)-কে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddya)-র বিপরীতে। সোহম মজুমদার (Soham Majumdar)-এর সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে দেখা যাবে মধুমিতা সরকার (Madhumita Sircar)-কে। উজান চট্টোপাধ্যায় (Ujaan Chatterjee)-র সঙ্গে দেখা যাবে ঐশ্বর্য্য সেন (Ainwariya Sen)-কে। এছাড়াও রয়েছেন অনন্যা সেন (Anannya Sen)।
আরও পড়ুন: সাংবাদিকদের জীবনকে বড়পর্দায় নিয়ে আসছেন নতুন পরিচালক
গোটা ভিডিও জুড়ে ভেসে টুকরো টুকরো ভালবাসার কোলাজ। কিন্তু শুধুই প্রেম? ভালবাসাতেও তো লুকিয়ে থাকে অনেক চোখের জল। সবাই যেন ভালবাসা খুঁজে বেড়াচ্ছে। ভিডিও জুড়ে রইল সেই কোলাজই। অন্যদিকে এর আগেই অনির্বাণের কন্ঠস্বর মন ছুঁয়েছিল দর্শকদের। 'কিচ্ছু চাইনি আমি' শুনেই দর্শক প্রথম মজেছিলেন অনির্বাণের কন্ঠের মাদকতায়। এরপর 'বল্লভপুরের রূপকথা'-র একটি গানেও দেবরাজের সঙ্গে অনির্বাণের কন্ঠস্বর শোনা গিয়েছিল। কিন্তু 'সাজো সাজাও' -এর যে গানটি ছবিতে হয়েছিল ব্যবহৃত সেটি সাহানা বাজপেয়ীয়ের কন্ঠে।
এই ছবিতে ফের অনির্বাণকে নির্ভেজাল গায়ক হিসেবে পেয়ে খুশিই হবেন বলে মনে করছিন নির্মাতারা।