Anirban Bhattacharyya: সত্যান্বেষী নয়, প্রথম ঝলকে সৃজিত তুলে ধরলেন ব্যোমকেশ-সত্যবতীর প্রেমের গল্প
Byomkesh: সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ওয়েব সিরিজের ব্যোমকেশ ও সত্যবতীকে। অনেকে আবার আপত্তি তুলেছেন একই সময়ে, একই গল্প নিয়ে ওয়েব সিরিজ ও ছবি মুক্তির সিদ্ধান্তে
কলকাতা: দুই ব্যোমকেশ যেন কড়া টক্কর দিচ্ছে একে অপরকে। এক ব্যোমকেশের টিজার মুক্তি তো অন্য ব্যোমকেশের মোশন পোস্টার। একদিকে প্রি-টিজার তো অন্যদিকে পোস্টার। বড়পর্দা আর ওয়েব সিরিজে ব্যোমকেশের মুক্তির দিনও এক। শুক্রবার মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির টিজার। আর আজ, মুক্তি পেল 'দূর্গরহস্য' ওয়েব সিরিজে অনির্বাণ ভট্টাচার্য্য ( Anirban Bhattacharyya) ও সোহিনী সরকার (Sohini Sarkar)-এর প্রথম লুক।
যদিও এর আগে অনির্বাণকে ব্যোমকেশ হিসেবে দেখেছেন দর্শক। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনির্বাণের ব্যোমকেশ। শেষ মুক্তি পাওয়া 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরেরও দায়িত্ব পালন করেছেন অনির্বাণ। তবে এই সিরিজ প্রথমবার পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেই সিরিজ ও বড়পর্দার ব্যোমকেশ মুক্তি পাচ্ছে একই দিনে। আজ মুক্তি পেল ওয়েব সিরিজে ব্যোমকেশ ও সত্যবতীর প্রথম লুক। প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই সিরিজের লুক। তবে রহস্য নয়, সত্যন্বেষণ নয়। ব্যোমকেশ প্রথম লুকে একেবারে প্রেমিক। সত্যবতীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে তাঁকে দেখিয়ে দিচ্ছেন দূরের দিকে কিছু। ছবিতে স্পষ্ট হয়ে যায়, সত্যবতী অন্তঃসত্ত্বা। তাঁকে আগলে রয়েছেন ব্যোমকেশ। তাঁর পোশাকে সিঁদুরের দাগ।
অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৃজিত শেয়ার করে নিয়েছেন অনির্বাণ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)-র একটি ছবি। অনেক দূর থেকে সেই ছবি তোলার কারণে, স্পষ্ট নয় ব্যোমকেশ ও অজিতের লুক। এখনও প্রকাশ্যে আসেনি ব্যোমকেশের কোনও টিজার বা ঝলকও। এই প্রথম সৃজিতের পরিচালনায় অনির্বাণকে ব্যোমকেশ হিসেবে দেখলেন দর্শকেরা। তবে এখানে ব্যোমকেশ যেন অচেনা, ধরা পড়ে তাঁর প্রেমিকসত্ত্বা।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ওয়েব সিরিজের ব্যোমকেশ ও সত্যবতীকে। অনেকে আবার আপত্তি তুলেছেন একই সময়ে, একই গল্প নিয়ে ওয়েব সিরিজ ও ছবি মুক্তির সিদ্ধান্তে। অনেক অনুরাগী আবার জানিয়েছেন, অনির্বাণের সঙ্গে সত্যবতী হিসেবে ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)-কেই বেশি মানিয়েছিল। অনেকে আবার জানিয়েছেন, অনির্বাণের সঙ্গে সত্যবতী হিসেবে ইশা সাহা (Ishaa Saha)-কেও মানাত। তবে এই ব্যোমকেশ ও সত্যবতীর জুটি কতটা মন ছোঁয়, সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Katrina Kaif Unknow facts: বলিউডে এসে বদলে ফেলেন আসল নাম, ক্যাটরিনা ভয় পান অন্ধকার আর উচ্চতায়!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
View this post on Instagram