এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘স্যাকরেড গেমস’ বিতর্কে রাহুল গাঁধীর অবস্থানকে সমর্থন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্করের
মুম্বই: নেটফ্লিক্স সিরিজ ‘স্যাকরেড গেমস’ বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর পাশে দাঁড়ালেন এই শোয়ের সহকারী পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী স্বরা ভাস্কর। ট্যুইট করে রাহুলের বক্তব্য তুলে ধরে তাঁকে বাহবা জানিয়েছেন অনুরাগ। স্বরা ট্যুইট করে বলেছেন, ‘রাহুল গাঁধীর মতো একজন মূলস্রোতের রাজনীতিবিদ মতপ্রকাশের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট ও প্রগতিশীল মতামত জানিয়েছেন দেখে ভাল লাগছে। তিনি গণতান্ত্রিক অধিকারের বৃহত্তর লক্ষ্যে ব্যক্তিগত বিষয়টি দূরে সরিয়ে রেখেছেন। তিনি প্রশংসনীয় ও পরিণত মনোভাবের পরিচয় দিয়েছেন।’
That’s a yay ... https://t.co/umv05MLJXc
— Anurag Kashyap (@anuragkashyap72) July 14, 2018
‘স্যাকরেড গেমস’-এ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে অসম্মান করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী নিখিল ভাল্লা। কলকাতার এক কংগ্রেস কর্মী আবার এই ওয়েব সিরিজের প্রযোজক ও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রাহুল ট্যুইট করে বলেছেন, ‘বিজেপি/আরএসএস বিশ্বাস করে, মতপ্রকাশের স্বাধীনতার উপর নজরদারি ও নিয়ন্ত্রণ থাকা উচিত। আমি মনে করি, এই স্বাধীনতা মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমার বাবা দেশের সেবার জন্য বেঁচেছেন এবং মারা গিয়েছেন। একটি কল্পিত ওয়েব সিরিজের এক চরিত্রের মতামত সেটা বদলাতে পারবে না।’ তাঁর এই বক্তব্যকেই সমর্থন করেছেন অনুরাগ ও স্বরা।
It is impressive that a mainstream politician like @RahulGandhi is taking this clear & progressive stand on freedom of expression & censorship. Also it’s gracious & mature that he is able to set aside the personal for the larger goal of democratic rights. #CreditWhereDue 👏🏾👏🏾 https://t.co/cfEU0S2KaS
— Swara Bhasker (@ReallySwara) July 14, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement