Anushka Sharma Update: মেয়ের জন্মের পর কর্মক্ষেত্রে নতুন আকাঙ্খা নিয়ে হাজির অনুষ্কা শর্মা
Anushka Sharma: ভবিষ্যতে অনুষ্কা শর্মা কী ধরনের সিনেমায় অভিনয় করতে চান? এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী বলেন, 'আমি সবসময় আমার কাছে আসা সেরা স্ক্রিপ্টের অংশ হতে চাই।'
নয়াদিল্লি: গত রবিবারই ৩৪তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই বিশেষ দিনেই তাঁর নিজের একাধিক পরিকল্পনার কথা ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন মেয়ে ভামিকার (Vamika) জন্মের পর কীভাবে তাঁর কর্মজীবনের অগ্রাধিকার (career priorities) পরিবর্তিত হয়েছে।
'কেরিয়ার প্রায়োরিটি'তে কেমন বদল অনুষ্কার?
জন্মদিনে একাধিক কথার মাঝে অভিনেত্রী জানান যে তিনি এখন কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা করছেন। পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য প্রযোজনার কাজও ছেড়েছেন অনুষ্কা।
তাছাড়াও, ভবিষ্যতে তিনি কী ধরনের সিনেমায় অভিনয় করতে চান সে সম্পর্কেও অভিনেত্রীর স্পষ্ট ধারণা রয়েছে। এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী বলেন, 'আমি সবসময় আমার কাছে আসা সেরা স্ক্রিপ্টের অংশ হতে চাই। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি আজ এমন একটি জায়গায় আছি যেখানে যে ধরনের সিনেমা আমি করতে চাই, যা আমার সন্তানের কাছ থেকে দূরে কাটানো সময়কেও ন্যায্যতা দেয়। আমি সবসময়েই জীবনে ভারসাম্য খুঁজি এবং এখন আমার বেশি নজর সেখানেই রয়েছে। আমি আমার কাজ এবং আমার পারিবারিক জীবনে সমানভাবে নজর দিতে চাই।'
এছাড়াও তিনি বলেন, 'আমি এমন বিশেষ স্ক্রিপ্ট খুঁজি যা পড়ে আনন্দ পাব। এমন প্রজেক্ট যা ভীষণ আকর্ষণীয়, সিনেমায় মহিলাদের সঠিকভাবে তুলে ধরবে এবং যার কনটেন্ট এগিয়ে নিয়ে যাবে আমাদের, সেগুলো করতে রাজি আমি।'
আরও পড়ুন: Prabhu Deva Update: চিরঞ্জীবী ও সলমন খানের সঙ্গে হাত মেলাতে চলেছেন প্রভু দেবা, জানুন বিস্তারিত
প্রযোজনা সংস্থা থেকে 'ইস্তফা'
২০১৩ সালে ভাই-বোন হাত মিলিয়ে শুরু করেছিলেন প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস' (Clean Slate Filmz)। গত মার্চে ভাইয়ের কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে সংস্থা থেকে সরে দাঁড়ান অভিনেত্রী অনুষ্কা শর্মা। অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন তাঁর সমস্ত সময় দেবেন তাঁর প্রথম ভালবাসা - অভিনয়কে। এছাড়াও সম্প্রতি মা হয়েছেন তিনি। ফলে অভিনয় এবং সন্তান, আপাতত এই দুই তাঁর মুখ্য ফোকাস। আর সেই কারণেই প্রযোজনা সংস্থার দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিলেন তিনি। জানান বিবৃতিতে।