Anushka Sharma Update: ঘুম আসছে না অনুষ্কা শর্মার, জানেন কেন?
কী এমন হল 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রীর? কাকেই বা তিনি মন থেকে সরাতে পারছেন না? তাহলে কি তিনি বিরাট কোহলিকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন?
মুম্বই: ঘুমোতে পারছেন না বলিউডের জনপ্রিয় নায়িকা অনুষ্কা শর্মা। কত চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তাঁর। একজনের গলার স্বর কিছুতেই তিনি মাথা থেকে বের করতে পারছেন না। না, মোটেই তিনি বিরাট কোহলির কথা ভাবছেন না তিনি। অথবা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের গলা মাথা থেকে সরাতে পারছেন না, এমন নয়। তাহলে? কী এমন হল 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রীর? কাকেই বা তিনি মন থেকে সরাতে পারছেন না? তাহলে কি তিনি বিরাট কোহলিকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন? যদিও অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই তাঁর ঘুম না আসার ঘটনাও শেয়ার করেছেন।
গত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বচপন কা পেয়ার' গানটি। সোশ্যাল মিডিয়ায় যেখানেই স্ক্রল করবেন, আপনার কানে বেজে উঠবে, 'জানে মেরি জানেমন, বচপন কা পেয়ার মেরা ভুল নেহি জানা রে'। বাদশা থেকে শুরু করে কমেডি কুইন ভারতী সিং, সকলেই নিজের মতো করে ভাইরাল হওয়া এই গানে ভিডিও করে ফেলেছেন। আর সেই জ্বরেই আক্রান্ত কোহলি পত্নী অনুষ্কা শর্মা।
সহদেব দির্দো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া 'বচপন কা পেয়ার' গানের গলা আসলে তাঁরই। আর এই গান গেয়েই এই মুহূর্তে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে খুদে সহদেব। আর তাঁর গাওয়া 'বচপন কা পেয়ার' কিছুতেই মাথা থেকে সরাতে পারছেন না অনুষ্কা শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এরকমই একটি মিম শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্টটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বিছানায় শুয়ে রয়েছেন। রাতে ঘুমোতে না পেরে তার চোখের তলায় রীতিমতো ডার্ক সার্কেলস। কারণ, তাঁর মাথায় খুদে তারকা সহদেব দির্দোর গান 'বচপন কা পেয়ার' ঘুরছে। অনুষ্কা শর্মা সেই মিমের সঙ্গে কয়েকটা অট্টহাসির ইমোজিও জুড়ে দিয়েছেন।
প্রসঙ্গত, এই মুহূর্তের ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দোর এই ভিডিও তার স্কুলেরই এক শিক্ষক করেন। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম পরা সহদেব ক্যামেরার দিকে তাকিয়ে 'বচপন কা পেয়ার' গাইছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বলিউডের জনপ্রিয় গায়ক বাদশা সোশ্যাল মিডিয়ায় গানটির রিমিক্স ভার্সন শেয়ার করেছেন। পাশাপাশি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও ছোট্ট সহদেবকে প্রশংসিত করেছেন।