Arijit Singh: 'প্রতিবাদ করতে হলে কলকাতায় গিয়ে পথে নামুন', ব্রিটেনে 'আর কবে' গাওয়ার অনুরোধ আসতেই বললেন অরিজিৎ সিংহ
Arijit Singh on Ar Kobe: সদ্য গানের অনুষ্ঠানের কারণে ব্রিটেনে পাড়ি দিয়েছেন অরিজিৎ। ইতিমধ্যেই দুটি জায়গায় শো করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ক্লিপিংস-ও।
কলকাতা: এই গান যেন নতুন ভাষা দিয়েছে প্রতিবাদকে। তিনি সশরীরে পথে না নামলেও, যেন সুরের ছোঁয়ায় নতুন জীবন দিয়েছে আন্দোলনকে। তাঁর গলায় 'আর কবে'-তে যেন নতুন কন্ঠ পেয়েছেন প্রতিবাদ। পোস্টারে, স্লোগানে লেখা.. 'আর কবে? আর কবে? আর কবে?' ফের একবার, নতুন করে যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অরিজিৎ সিংহ। এমনিতেই আকাশছোঁয়া তাঁর জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে যেন নতুন ভাষা দিয়েছে এই প্রতিবাদী গান। তবে ইচ্ছা থাকলেও সশরীরে পথে নামা হয়নি অরিজিৎ সিংহের। তাঁকে অনুষ্ঠান করতে উড়ে যেতে হয়েছিল ব্রিটেনে।
সদ্য গানের অনুষ্ঠানের কারণে ব্রিটেনে পাড়ি দিয়েছেন অরিজিৎ। ইতিমধ্যেই দুটি জায়গায় শো করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ক্লিপিংস-ও। কিন্তু দ্বিতীয় দিনের অনুষ্ঠানে, নিজের জনপ্রিয় গানগুলি করার মধ্যেই অরিজিৎ-এর কাছে 'আর কবে' গাওয়ার আবদার জানালেন কিছু অনুরাগীরা। বাংলার পরিস্থিতি নিয়ে গাওয়া তাঁর গানের জনপ্রিয়তা যে পৌঁছেছে লন্ডন অবধি, তা তো স্পষ্টই। কী করলেন অরিজিৎ সিংহ? নিজের চিরাচরিত গানগুলি ছেড়ে... কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে লেখা সেই প্রতিবাদী গান তিনি কী শোনালেন?
ভাইরাল ভিডিওতে শোনা গেল, অরিজিৎ সেই গান গাইতে রাজি হননি। বরং পাল্টা কিছু উত্তরও দেন অরিজিৎ সিংহ। একটু কড়া সুরেই তিনি বলেন, 'এটা এই সমস্ত গান গাওয়ার জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি আমার কাজটা করছি। আর ওটা আমার শিল্প। এটা সঠিক সময় নয় 'আর কবে' গানটা গাওয়ার। যদি আপনি প্রতিবাদ করতে চান, তাহলে কলকাতায় যান। দেখুন মানুষ পথে নেমেছে, প্রতিবাদ করছে। যদি প্রতিবাদ করতেই চান, কলকাতায় গিয়ে পথে নামুন।' এই কথাগুলো এক নাগাড়েই বলে গেলেন অরিজিৎ।
এখানেই শেষ নয়, অরিজিৎ সিংহ আরও জানান, তাঁর আর কবে গানটি মানিটাইজ় করা নয়। অর্থাৎ যে কেউ এই গানটি ব্যবহার করতে পারেন। এই গানটি গাইতে পারেন, যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন। যেহেতু এই গানটি আন্দোলনের জন্য লেখা, সেই কারণে এটি যাতে আন্দোলনের স্বার্থে যে কোনও জায়গায় ব্যবহার করা যায়, এই গানের ব্যবহার করেই যাতে ছড়িয়ে দেওয়া যায় আন্দোলন সেই কারণেই এই গানের কোনও কপিরাইট দাবি করেননি অরিজিৎ সিংহ।
আরও পড়ুন: Sharmila Tagore: ১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরে প্রশংসিত শর্মিলা, পুরস্কার এল বিদেশের মাটি থেকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।