(Source: ECI/ABP News/ABP Majha)
Arjun-Sreeja: তাঁরা একসঙ্গেই রয়েছেন, দীপাবলিতে ফের একবার যেন মনে করিয়ে দিলেন অর্জুন-সৃজা
Arjun and Sreeja: আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অর্জুন। সদ্য স্ত্রী সৃজার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছিল গোটা টলিউড।
কলকাতা: কোথায় বিচ্ছেদের গুঞ্জন? ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল তাঁদের অটুট রসায়ন। দীপাবলিতে একসঙ্গে ছবি শেয়ার করলেন সৃজা সেন (Srija Sen) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। আর একসঙ্গে শেয়ার করে কয়েকটা ছবিতেই যেন তাঁরা উড়িয়ে দিলেন যাবতীয় গুঞ্জন। তাঁদের দাম্পত্য যে অটুট, সেই বার্তাই যে দীপাবলির দিন ফের একবার অর্জুন আর সৃজা। অনুরাগীদের জানালেন দীপাবলির শুভেচ্ছা।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অর্জুন। সদ্য স্ত্রী সৃজার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছিল গোটা টলিউড। সোশ্যাল মিডিয়ায় সৃজা মুছে ফেলেছিলেন অর্জুনের সঙ্গে তাঁর সমস্ত ছবি। সোশ্যাল মিডিয়ায় আনফলোও করে দিয়েছিলেন অর্জুনকে। সেই থেকেই গুঞ্জনের সূত্রপাত। তবে অর্জুন সোশ্যাল মিডিয়া থেকে সৃজার কোনও ছবিই উড়িয়ে দেননি। বরং সৃজার সঙ্গে নতুন নতুন ছবি দিয়ে, বারে বারেই মনে করিয়ে দিয়েছেন তাঁদের প্রেমের গল্প। স্কুলজীবন থেকে কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম, সেই গল্পই বারে বারে লিখেছেন অর্জুন। আর এই সমস্ত ছবিতেই তিনি ট্যাগ করেছেন সৃজাকে।
ব্যতিক্রম নয় আজও। সোশ্যাল মিডিয়ায় সৃজার সঙ্গে আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অর্জুনই। অর্জুন পরেছেন একটি নীল প্রিন্টেড পাঞ্জাবি। পাশাপাশি সৃজা পরেছেন একটি বিকিনি টপ। সোশ্যাল মিডিয়ায় দুজনেই ঘনিষ্ঠ ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন। আর এই ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই যেন তাঁরা উড়িয়ে দিয়েছেন তাঁদের বিচ্ছেদের যাবতীয় জল্পনা। অন্যদিকে আজ অর্জুনের দাদা গৌরবও সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। এই বছর ছোট্ট ধীরের সঙ্গেই দীপাবলি কাটিয়েছেন পরিবারের সবাই। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে পরিবারের সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি অর্জুনেরা। তাঁরা দীপাবলি কাটিয়েছেন নিজেদের মতো করেই।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়িতে কালীপুজো, বিয়ের পরে প্রথম দীপাবলি একসঙ্গে কেমন কাটালেন কাঞ্চন-শ্রীময়ী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে