Arjun Bijlani: প্রথম পোর্টফোলিও তৈরির জন্য কী করতে হয় অর্জুন বিজলানিকে?
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বিজলানি জানালেন, প্রথম পোর্টফোলিও তৈরি করার জন্য তাঁকে কী করতে হয়েছিল।
মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি (Arjun Bijlani)। অভিনেতা হিসেবে ছাড়াও তাঁকে দেখা যায় সঞ্চালক হিসেবে। একাধিক শো সঞ্চালনা করেন তিনি। শুধু তাই নয়, হিন্দি ধারাবাহিকের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যেও রয়েছে তাঁর নাম। কিন্তু অর্জুন বিজলানির কেরিয়ারের শুরুর জার্নিটা একেবারেই এতটা সহজ ছিল না। কেরিয়ারের শুরুর দিনগুলোয় তাঁকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, প্রথম পোর্টফোলিও তৈরি করার জন্য তাঁকে কী করতে হয়েছিল।
">
কেরিয়ারের শুরুর দিনের স্মৃতিচারণা অর্জুন বিজলানির-
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বিজলানি জানালেন যে, তাঁর যখন ১৯ বছর বয়স, সে সময়ে তাঁর বাবার প্রয়াণ হয়। ব্যবসার জন্য তাঁর বাবা যে টাকা ঋণ নিয়েছিলেন, সেগুলো মেটানোর দায়িত্ব তাঁদের উপর এসে পড়ে। মা এবং ছোট ভাইকে নিয়ে শুরু হয় অর্জুন বিজলানির লড়াই। কিন্তু অভিনেতার লক্ষ্য আলাদা ছিল। বিনোদনের জগতে তিনি সবসময়ই বড় জায়গায় যেতে চেয়েছিলেন। আর এই জার্নিটা শুরুর জন্য দরকার ছিল একটা নজরকাড়া পোর্টফোলিও। সেই পোর্টফোলিও তৈরি করার জন্য মায়ের সোনার গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে। অর্জুন বিজলানি বলেন, 'আমি অডিশন দিতে শুরু করি। কিন্তু কোনও কাজ পাচ্ছিলাম না। দরকার পড়ে একটা পোর্টফোলিওর। যখন আমার পোর্টফোলিও তৈরি হয়, তখন আমার কাছে ততটাও টাকা ছিল না। তাই আমার মায়ের সোনার গয়না বিক্রি করতে হয়।'
">
আরও পড়ুন - Katrina Kaif: প্রথম বিবাহবার্ষিকীর আগেই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? সাম্প্রতিক ছবিতে বাড়ল জল্পনা
অর্জুন বিজলানি জানান, সেই সময়ে পোর্টফোলিও তৈরি করার জন্য ৮ হাজার টাকা দরকার ছিল তাঁর। কিন্তু তাঁর কাছে ছিল মাত্র ৭৫০ টাকা। একটি মডেলিংয়ের কাজ করে এক হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। কিন্তু তার মধ্যে থেকেও ২৫০ দিতে হয়েছিল কোঅর্ডিনেটরকে। তিনি বলছেন, 'আমার মনে আছে, আমার প্রথম চেকটা ছিল ৭৫০ টাকার। আর যেহেতু প্রথম বেতন পেয়েছিলাম, তাই মা-কে খাওয়াতে নিয়ে যাওয়ারও কথা ছিল। আজও আমার চোখে জল এসে যায়, সেই দিনগুলোর কথা মনে পড়লে।'
">