Arjun Kapoor: মালাইকার কাছাকাছি থাকতে কত টাকায় নতুন ফ্ল্যাট কিনলেন অর্জুন কপূর?
Arjun Kapoor Updates: ব্যক্তিগত জীবন নিয়েও রাখঢাক করেন না অর্জুন। সম্প্রতি মালাইকা অরোরার কাছাকাছি থাকার জন্য পুরনো ফ্ল্যাটটি বিক্রি করে মালাইকার কাছের ফ্ল্যাট কিনলেন তিনি।
মুম্বই : বলিউড অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor) এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন 'এক ভিলেন রিটার্নস'-এর (Ek villain Returns) প্রচারে। এই ছবির পরিচালক মোহিত সুরি। অর্জুন কপূর ছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম, দিশা পটানি এবং তারা সুতারিয়াকে। 'এক ভিলেন রিটার্নস' ছাড়াও অর্জুন কপূরের হাতে রয়েছে আরও অন্তত দুটো ছবির কাজ। এর একটি হল, পরিচালক আসমান ভরদ্বাজের 'কুত্তে'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, তব্বু এবং রাধিকা মদনকে। অন্য একটি ছবি হল পরিচালক অজয় বহেলের 'দ্য লেডি কিলার'। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। ব্যক্তিগত জীবন নিয়েও রাখঢাক করেন না অর্জুন। সম্প্রতি মালাইকা অরোরার (Malaika Arora) কাছাকাছি থাকার জন্য পুরনো ফ্ল্যাটটি বিক্রি করে মালাইকার কাছের ফ্ল্যাট কিনলেন তিনি।
পুরনোটি বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনলেন অর্জুন কপূর-
তাঁর সম্পর্ক রয়েছে মালাইকা অরোরার সঙ্গে। তাহলে তিনি কেন তাঁর থেকে দূরে থাকবেন? সেই কারণেই মালাইকা অরোরার আবাসনের কাছেই সম্প্রতি একটি
ফোর বিএইচকে ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অর্জুন কপূর। সূত্রের খবর, নতুন ফ্ল্যাটটি কিনতে অর্জুন কপূর খরচ করেছেন ২০ কোটি টাকা। আর বান্দ্রা ওয়েস্টের নতুন ফ্ল্যাটটি কেনার জন্য অর্জুন কপূর তাঁর পুরনো ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন। তাঁর পুরনো ফ্ল্যাটটি অর্জুন কপূর বিক্রি করেছেন ১৬ কোটি টাকায়। পুরনো ফ্ল্যাটটি বিক্রি করতে বড় ভূমিকা নিয়েছেন অর্জুনের বোন অনসূলা কপূর। প্রসঙ্গত, অর্জুন কপূর এখন থাকেন জুহুর রাহেজা অর্কিড আবাসনে। এই আবাসনে শুধু মালাইকা অরোরাই নন, থাকেন সোনাক্ষী সিনহা থেকে কর্ণ কুন্দ্রার মতো আরও অনেক বলিউড সেলেব।
আরও পড়ুন - Rakhi Sawant: ফিরে এলেন প্রেমিক আর বড় চমক পেলেন রাখী সাওয়ান্ত
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন ছবির বিষয়ে কথা বলতে গিয়ে অর্জুন কপূর জানিয়েছেন, তিনি মোটেই সাফল্যের জন্য ভয় পান না। তাঁর বক্তব্য, 'একজন অভিনেতা হিসেবে আপনাকে টিকে থাকতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে, মানুষ আপনার কাজের বিচার করবে। তাঁরাই পকেটের টাকা খরচ করে সিনেমা দেখেন। সুতরাং, অভিনেতাদের বিচার করার পূর্ণ অধিকার তাঁদের আছে। তা বলে তো আমরা ভয়ে-ভয়ে থাকতে পারি না। আর নিজের ক্ষেত্রে বলতে পারি, অহেতুক সমালোচনা আমাকে শুনতে হয় না। আমি আমার কাজের প্রতি সৎ থাকি। নিজের একশো শতাংশ দিই। আশাও করি, আমি ফিডব্যাকটাও সততার সঙ্গেই পাবো।তাই, এরকম সহজ ভাবার ফলে আমাকে কখনওই অকারণ সমালোচনার মুখে পড়তে হয়নি।'