Arjun Kapoor Covid Positive: দ্বিতীয়বার করোনা আক্রান্ত অর্জুন কপূর
Arjun Kapoor Covid Positive আবারও ২০২১-এ করোনা সংক্রমিত হলেন অর্জুন কপূর। তাঁর আক্রান্ত হওয়ার খবর আসা মাত্রই বুধবার তাঁর বাংলো সিল করেছে পুরসভা। স্যানিটাইজেশন পর্ব শুরু হয়েছে বলে সূত্রের খবর।
মুম্বই: করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অর্জুন কপূর (Arjun Kapoor)। গত ২০২০-তে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছিলেন। আবারও ২০২১-এ করোনা সংক্রমিত হলেম অর্জুন কপূর (Arjun Kapoor)। তাঁর আক্রান্ত হওয়ার খবর আসা মাত্রই বুধবার তাঁর বাংলো সিল করেছে পুরসভা (BMC)। ইতিমধ্যেই স্যানিটাইজেশন পর্ব শুরু হয়েছে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে কোনও স্টেটমেন্ট ইস্যু করেননি অর্জুন নিজে।
তাঁর আক্রান্ত হওয়ার খবর আসা মাত্রই বুধবার তাঁর বাংলো সিল করেছে পুরসভা (BMC)। ইতিমধ্যেই স্যানিটাইজেশন পর্ব শুরু হয়েছে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে কোনও স্টেটমেন্ট ইস্যু করেননি অর্জুন নিজে। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন প্রযোজক রিয়া কপূর (Rhea Kapoor) ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি (Karan Boolani)। আপাতত নিজেদের আইসোলেশনে রেখেছেন এই দম্পতি।
আজই সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে জানিয়েছে তাঁদের অসুস্থতার কথা। অভিনেতা অনিল কপূরের মেয়ে প্রযোজক রিয়া কপূর এদিন নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেও করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এ বিষয়ে লেখেন, 'অত্যন্ত সচেতন থাকা সত্বেও আমি কোভিড আক্রান্ত হয়েছি। এটাই অতিমারীর ধরন।'
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন অর্জুন-মালাইকা। তারকা জুটির সেই ছবি প্রকাশ্যে আসে। দুই তারকাই নিজের নিজের মতো করে মলদ্বীপে সময় কাটানোর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
জানা গিয়েছিল, বলিউডের জনপ্রিয় জুটি অর্জুন কপূর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা (Malaika Arora) ছিলেন পাটিনা মলদ্বীপের ফারি আইল্যান্ডে। তাদের ওয়েবসাইট থেকে এই হোটেলে থাকার খরচ জানা যাচ্ছে। এই হলিডে হোমের ব্যক্তিগত পুলসহ এক বেডরুমের খরচ এক রাতের জন্য প্রায় ১.৯০ লক্ষ টাকা। এছাড়াও যদি ব্যক্তিগত বাগানের সুবিধা পেতে চান, তাহলে আর একটু বেশি খরচ করতে হবে।