Arnab-Ipshita: একই ধারাবাহিকে দেওর-বৌদির চরিত্রে অর্ণব-ঈপ্সিতা, সেটে কীভাবে কাটছে সময়?
Arnab-Ipshita News: সদ্য সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি আপলোড করেছেন ঈপ্সিতা। এই ছবি, তাঁর নতুন ধারাবাহিক 'জল থই থই ভালবাসা'-র সেটেই তোলা।
কলকাতা: একই ধারাবাহিকে কাজ করছেন তাঁরা। আইনি বিয়ে সারার পরে, এই প্রথম এক ধারাবাহিকে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) ও ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)-কে। তবে জুটি হিসেবে নয়, অর্ণবের বৌদির ভূমিকায় দেখা যাবে ঈপ্সিতাকে। তাতে কী? ক্যামেরার বাইরে কিন্তু তাঁদের প্রেম জমজমাট। তারই প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়।
সদ্য সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি আপলোড করেছেন ঈপ্সিতা। এই ছবি, তাঁর নতুন ধারাবাহিক 'জল থই থই ভালবাসা' (Jol Thoi Thoi Bhalobasha)-র সেটেই তোলা। ধারাবাহিকের চরিত্রের সাজেই রয়েছেন তিনি। আর সেই ছবি নাকি তুলে দিয়েছেন অর্ণব! সোশ্যাল মিডিয়ায় এই ছবি মজা করে শেয়ার করে ঈপ্সিতা লিখেছেন, 'যখন বর আর বউ একসঙ্গে, একই ধারাবাহিকে কাজ করে আর বর বউয়ের কয়েকটা ভাল ছবি তুলে দেয়.. সেটাকে বলে 'হাজব্যান্ড উইথ বেনিফিটস'। আমি সৌভাগ্যবতী।' এই ছবি দুটি তিনি ট্যাগ করেছেন অর্ণবকে। অভিনেত্রী ও অভিনেতার অবশ্য একসঙ্গে কোনও ছবি নেই।
২০২২ সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব ও ঈপ্সিতা। টলিপাড়ার দীর্ঘদিনের জুটি তাঁরা। প্রথম দিদি নম্বর ওয়ানের মঞ্চে প্রেমের স্বীকারোক্তি করেছিলেন ঈপ্সিতা। এরপরে, গত বছরের প্রথমদিকেই বিয়ে সারেন তাঁরা। তবে এরপরে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল তাঁদের নাকি সম্পর্ক নাকি ভাঙতে চলেছে? ঈপ্সিতার নতুন ছবি মুক্তির সময়ও দেখা যায়নি অর্ণবকে। মনে করা হয়েছিল, দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে।
তবে দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি এসেছেন তাঁরা। সদ্যই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এই জুটি। তখন সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়র করে নিয়েছিলেন তাঁরা। আর এখন, একসঙ্গে, এক ধারাবাহিকে কাজ করছেন এই জুটি। সেখানেই ধরা পড়ল প্রেমের খুনসুটি। অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা, প্রত্যেকেই ঈপ্সিতার ছবিতে ভালবাসা উপচে দিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন: Sohini Sarkar: জন্মদিনে সমুদ্রতটে বন্ধুদের সঙ্গে সোহিনী, সঙ্গী শোভনও! সম্পর্কের জল্পনা কি সত্যি?