Asin News: সোশ্যাল মিডিয়া থেকে উধাও ছবি, বিয়ে ভাঙছে? জল্পনায় মুখ খুললেন আসিন
Asin Marriage: হঠাৎ অভিনেত্রীর এই পদক্ষেপে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি তাঁর ও রাহুলের সম্পর্কে ভাঙন ধরল? ঘর ভাঙছে জনপ্রিয় অভিনেত্রীর? উত্তর মেলেনি।
নয়াদিল্লি: সম্পর্কে ভাঙন ধরেছে অভিনেত্রী আসিনের? ২০১৬ সালে এক মোবাইল সংস্থার মালিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। আর তার পর থেকেই অভিনয় থেকে দূরে আসিন। বেছে নিয়েছেন এক নতুন জীবন। তারপরেও লোকচক্ষুর একেবারে অন্তরালে থাকেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উপস্থিতি রয়েছে তাঁর। জীবনের খুঁটিনাটিও ভাগ করে নেন তিনি। সেই সূত্র ধরে, তাঁর প্রোফাইলে অবশ্যই ছিল স্বামী রাহুল শর্মার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও। তবে সদ্য সোশ্যাল মিডিয়া থেকে সেই সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন তিনি। হঠাৎ অভিনেত্রীর এই পদক্ষেপে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি তাঁর ও রাহুলের সম্পর্কে ভাঙন ধরল? ঘর ভাঙছে জনপ্রিয় অভিনেত্রীর? উত্তর মেলেনি।
আসিনের তরফ থেকে প্রথমে কোনও উত্তর না আসলেও, পাশে দাঁড়িয়েছিলেন তাঁর অনুরাগীরা। তাঁরা উল্লেখ করেছিলেন, আসিন কেবল স্বামী নয়, সোশ্যাল মিডিয়া থেকে বাবা মায়ের সঙ্গে পোস্ট করা ছবিও সরিয়ে নিয়েছেন। সম্ভবত ভেরিফায়েড পেজে ব্যক্তিগত কিছু না রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আর তাই এই পদক্ষেপ। তবে এতে থামেনি গুঞ্জন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছিল এই গুঞ্জন। পরিস্থিতি বুঝে এবারে মুখ খুললেন খোদ আসিন।
আজ সকালে একটি ইনস্টাগ্রাম স্টেটাস দিয়ে গোটা বিষয়টা খোলসা করেন অভিনেত্রী নিজেই। আসিন লিখছেন, 'আমাদের গ্রীস্মের ছুটি চলছে এখন। একে অপরের পাশাপাশি বসেছিলাম আমি আর রাহুল। কথা বলছিলাম, সকালের খাবার খাচ্ছিলাম। আর তখনই আমাদের চোখে পড়ল আমাদের বিচ্ছেদের এই খবরগুলো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন!
আমরা বাড়িতে বসেছিলাম। আমাদের বিয়ে নিয়ে স্মৃতিচারণা করছিলাম। পরিবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছিলাম। আর ইতিমধ্যেই আমাদের কাছে খবর এল, আমাদের সম্পর্ক নাকি বিচ্ছেদের পথে! দয়া করে ভাল কিছু বলুন!
এই পোস্টটা লিখতে যে ৫ মিনিট সময় নষ্ট হল, সেটা ছাড়া আমরা একটা দুর্দান্ত ছুটি কাটাচ্ছি। আপনারাও ভীষণ ভাল ছুটি কাটান, ভাল থাকুন।'
প্রসঙ্গত, আসিনকে সবাই মনে রাখবেন আমির খানের (Amir Khan) সঙ্গে অভিনীত গজনি (Gajni) ছবিটির জন্য। বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। সেই সঙ্গে আসিন বুঝিয়ে দিয়েছিলেন তাঁর অভিনয় দক্ষতা। মাত্র ১৫ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন আসিন। তবে বর্তমানে তিনি অভিনয়ের থেকে দূরে রয়েছেন।
আরও পড়ুন: Karan Johar: 'আলিয়ার কাছে ক্ষমা চাইছি...', ছবি মুক্তির আগে অকপট কর্ণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন