Karan Johar: 'আলিয়ার কাছে ক্ষমা চাইছি...', ছবি মুক্তির আগে অকপট কর্ণ
Alia Bhatt: কাশ্মীরের বরফে নীল শিফন শাড়িতে কেমন শ্যুটিংয়ের অভিজ্ঞতা হয়েছিল রণবীর সিংহ আর আলিয়া ভট্টের? সেই কথাই লম্বা ক্যাপশানে লিখলেন কর্ণ।
কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আজ মুক্তি পাবে ছবির নতুন গান। তার আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের একটি ঘটনা শেয়ার করে নিলেন খোদ কর্ণ জোহর (Karan Johar)। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)-র পরিচালক। কাশ্মীরের বরফে নীল শিফন শাড়িতে কেমন শ্যুটিংয়ের অভিজ্ঞতা হয়েছিল রণবীর সিংহ (Ranbir Singh) আর আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর? সেই কথাই লম্বা ক্যাপশানে লিখলেন কর্ণ।
কর্ণ জোহর রণবীর ও আলিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আর কয়েকটা ঘণ্টা পরেই 'তুম কেয়া মিলে' গানটি আপনাদের হয়ে যাবে। আমার মনে আছে, ছবির এই গানটি বানানোর আগে আমার মাথায় একটা জিনিসই কাজ করছিল কেবল। এই গানের মাধ্যমে আমি আমার গুরু যশ চোপড়াকে (Yash Chopra) সম্মান জানাতে চেয়েছিলাম। আমার মাথা আমায় বলছিল যে যশ চোপড়ার গানকে পূর্ণনির্মান করা অসম্ভব সাহসীকতার, ধারেকাছেও যাওয়া যাবে না। কিন্তু আমার ফ্যান বয় সত্তার মাথায় কেবল ঘুরছিল শ্বেতশুভ্র বরফে একটা প্রেমের দৃশ্য, কাশ্মীরের অনবদ্য সৌন্দর্য্য, শিফন শাড়ি আর ভালবাসার উষ্ণতা... যেমন আমার জন্য বিষয়টা আরও একটু সহজ করে দিল।
আমার আর প্রীতমদাদা বহু বছর ধরে এমনই একটা গানের স্বপ্ন দেখেছিলাম। বৈভবী মার্চেন্টকে অনেক ধন্যবাদ এই গানটাকে ম্যাজিক করে এমন রূপ দেওয়ার জন্য। ও অসম্ভব মন প্রাণ দিয়ে গানটি গেয়েছে। আলিয়ার কাছে আমি ক্ষমাপ্রার্থী কাশ্মীরের বরফে মণীশ মলহোত্রর শিফন শাড়ি পরিয়ে শ্যুটিং করানোর জন্য। রাহা জন্মানোর পরে এটাই ফার্স্ট শ্যুটিং যেটা আলিয়া করেছিল। ওর অনুভূতি বুঝতে গিয়ে শ্যুটিং চলাকালীন অবশ্য আমিই অসুস্থ হয়ে পড়েছিলাম। রণবীর এই শ্যুটটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিল কারণ এটা ছিল পাহাড়ে ওর প্রথম চুম্বনের দৃশ্য। আমরা আবার পাহাড়, শিফন শাড়ি আর ভালবাসার চুম্বন নিয়ে আমরা ফিরছি। আশা করি দর্শকদের ততটাই এই গানটা ভাল লাগবে, যতটা আমাদের ঠাণ্ড লেগেছে। এটা তোমার জন্য যশ আঙ্কল। আপনার চিরকালের অনুরাগী.. কর্ণ।'
View this post on Instagram
আরও পড়ুন: Iman Chakraborty: খুদে ভক্তের কান্না থামাতে অনুষ্ঠান শেষে ফের গান ধরলেন ইমন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন